বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লকডাউনে বলপ্রয়োগ নয়, পুলিশকে আইজিপি

  •    
  • ৫ এপ্রিল, ২০২১ ০০:০১

‘গত বছরের মতো এবারও খোলা বা উন্মুক্ত স্থানে বাজার বসার ব্যবস্থা করতে হবে। যেসব দোকানপাট খোলা থাকবে সেখানে পূর্ণাঙ্গরূ‌পে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে হবে। লকডাউনে যেসব নির্দেশনা দেয়া হয়েছে, সেগুলো প্রতিপালনে বলপ্রয়োগ নয় বরং জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।’

লকডাউন চলাকালে সরকারের নির্দেশনা বাস্তবায়নে জনগণের ওপর বল প্রয়োগ না করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন বাহিনীটির প্রধান বেনজীর আহমেদ।

এক সপ্তাহের লকডাউন শুরুর আগের দিন রোববার বিকালে পুলিশ সদরদপ্তর থেকে ভিডিও কনফারেন্সে সব মহানগর, রেঞ্জ এবং জেলার পুলিশ সুপারদেরকে এ নির্দেশ দেন আইজিপি।

তিনি বলেন, ‘লকডাউনে যেসব নির্দেশনা দেয়া হয়েছে, সেগুলো প্রতিপালনে বলপ্রয়োগ নয় বরং জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।’

করোনা সংক্রমণ বেড়ে চলার কারণে ঘোষিত লকডাউনে বন্ধ থাকবে গণপরিবহন, বিপণিবিতান, ব্যবসা প্রতিষ্ঠান। তবে বিদেশ যাত্রা ও দেশে প্রত্যাবর্তন, জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, কাঁচাবাজার, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, পুঁজিবাজার চালু থাকবে সীমিত পরিসরে।

এই সময় অতি জরুরি প্রয়োজন ছাড়া সন্ধ্যা ছয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত কেউ ঘরের বাইরে যেতে পারবে না। অতি জরুরি প্রয়োজন বলতে কী বোঝানো হবে, সেটিও জানিয়ে দেয়া হয়েছে সরকারি আদেশে। বলা হয়েছে ওষুধ ও নিত্যপণ্য বিক্রি, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন ও সৎকার ইত্যাদির কথা।

সরকারে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়েছে লকডাউনের আগের দিন জারি করা মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে।

আইজিপি বলেন, ‘গত বছরের মতো এবারও খোলা বা উন্মুক্ত স্থানে বাজার বসার ব্যবস্থা করতে হবে। যেসব দোকানপাট খোলা থাকবে সেখানে পূর্ণাঙ্গরূ‌পে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে হবে।’

বিদেশ ফেরত ব্যক্তিদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা সম্পর্কে তিনি বলেন, ‘বিদেশ থেকে কেউ এলে ১৪ দিন কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে। প্রয়োজনে তাদের অবস্থানস্থল চিহ্নিত করতে হবে।’

পুলিশ প্রধান বলেন, ‘জরুরি সেবাসমূহ, শিল্প কারখানা এবং গার্মেন্টস খোলা থাকবে। গণপরিবহন বন্ধ থাকবে। পণ্য পরিবহণকারী যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হবে।’

পুলিশ অফিসার ও ফোর্সকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে আইজিপি বলেন, স্বাস্থ্যসুরক্ষা মেনে দায়িত্ব পালন করতে হবে। করোনা আক্রান্ত রোগী ও মৃতব্যক্তির সংস্পর্শে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই পিপিই, ফেসশিল্ড, মাস্ক ইত্যাদি সুরক্ষা সামগ্রী যথাযথভাবে পরিধান করতে হবে।

পুলিশের সকল স্থাপনায় প্রবেশের ক্ষেত্রে 'নো মাস্ক নো এন্ট্রি' নীতি কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেন আইজিপি।

পুলিশের সব স্থাপনা নিয়মিত জীবাণুমুক্ত করার জন্যও পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন আইজিপি।

গত বছর করোনা সংক্রমণ ধরা পড়ার পর পুলিশ সদস্যরা ব্যাপকভাবে আক্রান্ত হয়েছেন। তাদের বহুজন প্রাণও হারিয়েছেন।

আইজিপি বলেন, ‘গত বছরের মার্চ মাসে দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তা প্রতিরোধে পুলিশ জনগণের পাশে থেকে এক ঐতিহাসিক দায়িত্ব পালনের মাধ্যমে মানবিক পুলিশে পরিণত হয়েছে।’

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায়ও পুলিশ একইভাবে কাজ করবে বলেও আশা করেন তিনি।

এ বিভাগের আরো খবর