নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টে নারীসহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে আটক করার ঘটনায় সুনামগঞ্জের ছাতক থানায় হামলা ও ভাঙচুর চালিয়েছেন তার সমর্থকরা।
শনিবার এশার নামাজের পর হেফাজতের সমর্থকরা ছাতক পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করেন।
এ সময় পুলিশ বাধা দিলে থানায় ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে ৬ পুলিশসহ অন্তত ২০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
এ ঘটনায় রাতেই ৯ জনকে আটক করেছে ছাতক থানার পুলিশ।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন জানান, সংঘর্ষের সময় বিক্ষোভকারীরা কয়েকটি দোকানে ভাঙচুর চালায়।
সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান রাত ১টার দিকে নিউজবাংলাকে জানান, তিনি ঘটনাস্থলে আছেন। তদন্ত চলছে। সকালে বিস্তারিত জানানো হবে।
ছাতক থানায় ইটপাটকেল নিক্ষেপ করেন হেফাজত সমর্থকরা। ছবি: নিউজবাংলা
হেফাজত নেতা মামুনুলকে আটকের খবরে এর আগে মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন হেফাজত সমর্থকরা। এতে সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। চরম ভোগান্তির শিকার হন এ পথে চলাচলকারীরা।
সড়ক অবরোধের পাশাপাশি জামালদি বাসস্ট্যান্ডে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি বক্স, কয়েকটি যানবাহন ও দোকানপাটে ভাঙচুর চালান হেফাজত সমর্থকরা।