বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লকডাউনের নির্দেশনা পায়নি মাঠ প্রশাসন

  •    
  • ৩ এপ্রিল, ২০২১ ২২:১২

মাঠপর্যায়ের প্রশাসনে এখনও কোনো নির্দেশনা যায়নি। তবে প্রস্তুতি নিয়ে রেখেছে প্রশাসন। ১৫ দফা নির্দেশনা আগে থেকেই বলবৎ আছে।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সোমবার থেকে দেশে এক সপ্তাহের লকডাউনের পরিকল্পনা করেছে সরকার। শনিবার দুই মন্ত্রী গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারে কোনো নির্দেশনা পায়নি মাঠ পর্যায়ের প্রশাসন। ফলে তাড়াহুড়ো করে লকডাউন বাস্তবায়ন কতোটা সম্ভব হবে এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ ছাড়া হঠাৎ এমন ঘোষণায় জনভোগান্তি বাড়ারও শঙ্কা দেখা দিয়েছে।

তবে মাঠ প্রশাসনের কর্মকর্তারা বলছেন, সরকারি নির্দেশনা পেলে লকডাউন কার্যকর করতে তারা প্রস্তুত রয়েছেন।

শনিবার বিকেল সাড়ে ৫টায় সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান বলেন, ‘লকডাউনের খবর টিভিতে শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাইনি। নির্দেশনা পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

একদিনের প্রস্তুতিতে লকডাউন কার্যকর সম্ভব হবে কী না জানতে চাইলে তিনি বলেন, ‘সরকারি নির্দেশনা না পেলে এ ব্যাপারে কিছু বলতে পারব না। কারণ লকডাউনে কী কী বন্ধ থাকবে, কী কী খোলা থাকবে এসব ব্যাপারে এখনও কিছু জানি না। সরকারি নির্দেশনা পাওয়ার পর বুঝতে পারব নির্দেশনাগুলো কীভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।’

দেশে কয়েকদিন ধরে বাড়ছে করোনার সংক্রমণ। বাড়ছে মৃত্যুর সংখ্যা। আবার সাধারণ ছুটি ঘোষণা করা হবে কী না এ নিয়ে কয়েকদিন ধরেই আলোচনা চলছে। ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন শেষে এ ব্যাপারে সিদ্ধান্তের কথাও জানিয়েছিলেন সংশ্লিষ্টরা।

সুবর্ণজয়ন্তীর আয়োজন শেষে গত ২৯ মার্চ জরুরি সেবাপ্রতিষ্ঠান ছাড়া সব অফিস ও কারখানা অর্ধেক জনবল দিয়ে পরিচালনা, উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মানা, জনসমাগম সীমিত করা, গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনসহ ১৮ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।

মাঠ প্রশাসন যখন এই নির্দেশনা বাস্তবায়নে ব্যস্ত, তখন শনিবার সকালে হঠাৎ করে লকডাউনের তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজ বাসভবন থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, সোমবার থেকে সাতদিনের জন্য লকডাউন ঘোষণা করা হচ্ছে। এরপর দুপুরে জনপ্রশাসন প্রাতিমন্ত্রী ফরহাদ হোসেনও একই তথ্য জানান। শনিবার সন্ধ্যার দিকে লকডাউনের প্রজ্ঞাপন জারি হতে পারে বলেও জানান তিনি।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী মনে করেন, এই ঘোষণা আরও দুএকদিন আগে দিলে ভালো হতো। তাতে মাঠ প্রশাসনের কর্মকর্তারা আরও প্রস্তুতি নিতে পারতেন। জনগণের কাছে লকডাউনের বার্তা পৌঁছানো সম্ভব হতো।

তিনি বলেন, ‘আমরা যারা স্থানীয় সরকারে আছি, আমরা সবসময় সরকারের নির্দেশনা মানতে বাধ্য। তবে লকডাউনের প্রজ্ঞাপন আরও দুএকদিন আগে হলে সবার জন্যই সুবিধা হতো।’

তিনি বলেন, হঠাৎ করে লকডাউনের কারণে জনগণও ভোগান্তিতে পড়তে পারে। কারণ তারাও প্রস্তুতির সময় পায়নি। বিশেষত দরিদ্র জনগোষ্ঠী সংকটে পড়তে পারে।

একই সঙ্গে মেয়র এও মনে করেন, করোনা যেভাবে বাড়ছে তাতে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেয়া ছাড়া সরকারের কাছে কোনো বিকল্প ছিল না।

তবে সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গির হোসেন বলেন, সরকার চাইলে সবই সম্ভব। লকডাউন বাস্তবায়নও অসম্ভব নয়।

তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে ১৮ দফা নির্দেশনা জারির পর থেকেই আমরা ব্যবসায়ী, পরিবহন মালিক-শ্রমিকসহ বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে বসেছি। তারা আমাদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। ফলে লকডাউনের প্রাথমিক কাজ কিছুটা আমরা ইতোমধ্যে সেরে রেখেছি। সরকারি নির্দেশনা পেলে দ্রুত সংশ্লিষ্ট সবার কাছে তা পৌঁছে দেয়া হবে।’

জেলা প্রশাসক বলেন, ‘আমরা সরকারের সব নির্দেশনা মানতে প্রস্তুত। তবে এক্ষেত্রে জনগণকেও সহায়তা করতে হবে। জনগণ সহযোগিতা না করলে কোনো কাজেই শতভাগ সফল হওয়া যাবে না।’

এদিকে, লকডাউন হচ্ছে এমন খবর জানার পর সাধারণ মানুষের মধ্যে বাড়তি তৎপরতা দেখা দিয়েছে। শনিবার দুপুরের পর থেকে রাজশাহী, সিলেটসহ দেশের বিভিন্ন জেলার বাজারগুলোতে ভিড় দেখা গেছে। লকডাউনের সময়ের জন্য নিত্যপণ্য মজুত করার প্রবণতা দেখা গেছে বাজারে আসা ক্রেতাদের মধ্যে।

আনুষ্ঠানিক নির্দেশনা না পেলেও গণমাধ্যমের খবর দেখে বিভিন্ন জেলায় এরইমধ্যে লকডাউন বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে। শনিবার বিকেলেই এ ব্যাপারে জরুরি বৈঠক করার কথা জানিয়েছেন একাধিক জেলা প্রশাসক।

রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (গণমাধ্যম) মাহমুদুল হাসান মৃধা নিউজবাংলাকে বলেন, ‘দেশের যে ২৯ জেলাকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে, তার মধ্যে রংপুর রয়েছে। এরইমধ্যে রংপুরের মানুষকে সচেতন করতে ১৫ দিনের জন্য ৮টি নির্দেশনা আবশ্যিকভাবে মেনে চলার অনুরোধ জানিয়েছি আমরা। এসব মানতে কঠোর রয়েছে জেলা প্রশাসন।’

তিনি বলেন, বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যায় থেকে ওই নির্দেশনা কার্যকর শুরু হয়েছে।

ওই নির্দেশনায় বলা আছে, করোনাভাইরাস মোকাবিলায় ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত রংপুরে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়সহ সব ধরনের জনসমাগম বন্ধ থাকবে। বিয়ে-জন্মদিনসহ যে কোনো সামাজিক অনুষ্ঠানে জনসমাগম বন্ধ থাকবে। মসজিদসহ সব ধর্মীয় উপাসনালয়ে মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন করতে হবে।পর্যটন ও বিনোদন কেন্দ্রে যে কোনো প্রকার জনসমাগম ও মাস্কবিহীন প্রবেশ নিষিদ্ধ থাকবে। সকল ধরনের মেলা ও সিনেমা হল বন্ধ থাকবে।

গণপরিবহনে মাস্ক পরিধানসহ অন্যান্য সব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারন ক্ষমতার ৫০ ভাগের বেশি যাত্রী পরিবহন করা যাবে না। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহে এবং শপিং মলে ক্রেতা-বিক্রেতা উভয়েরই মাস্ক পরিধান করা ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হোটেল-রেস্তোরাঁয় ধারনক্ষমতার ৫০ ভাগের বেশি মানুষ একসঙ্গে প্রবেশ বা অবস্থান করতে পারবে না এবং এসব স্থানে অবশ্যই মাস্ক পরতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

মাহমুদুল হাসান বলেন, ‘মানুষ যাতে সচেতন হয়, সেজন্য আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। সর্বশেষ, ৩ এপ্রিল দুপুরে রংপুর মহানগরীর জাহাজকোম্পানি মোড় এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এর আগে ২ এপ্রিল নগরীর পায়রা চত্বর ও সুপার মার্কেট এলাকাতেও ভ্রাম্যমাণ আদালত চালানো হয়েছে। মাস্ক না পরায় এই দুই দিনে ২ হাজার ১০০ টাকা আর্থিক জরিমানা করা হয়। এ ছাড়া বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।’

রংপুর জেলা প্রশাসক আসিব আহসান নিউজবাংলাকে বলেন, ‘কীভাবে লকডাউন কার্যকর হবে আমরা এখনও সরকারি সেই নির্দেশনা পাইনি। তবে দুস্থ, অসহায় মানুষদের পাশে এর আগেও রংপুর জেলা প্রশাসন দাঁড়িয়েছে, এটি অব্যাহত আছে এবং থাকবে।’

লকডাউনের নির্দেশনা এখনও না পাওয়ার কথা জানিয়েছেন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল। তিনি বলেন, ‘সংবাদ মাধ্যমে এ বিষয়ে দেখেছি। চিঠি পেলে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

জেলা প্রশাসক বলেন, ‘লকডাউন বলতে আমরা যেটা বুঝি, তা হলো, কাঁচাবাজার বা জরুরি সেবা ছাড়া সব কিছু বন্ধ। এখন সরকারি সিদ্ধান্ত কী হচ্ছে, সে বিষয়ে চিঠি আসার পরই আমরা বলতে পারব। যেমন নির্দেশনা আসবে, সেটাই বাস্তবায়নের জন্য আমরা মাঠে নেমে পড়ব। জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।

কী ধরনের প্রস্তুতি রয়েছে, জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, ‘করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় রাজশাহীতে আমরা গত কয়েকদিন ধরেই মাঠ পর্যায়ে কাজ করছি। মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। এ ছাড়া অযথা ঘোরাঘুরি বা আড্ডাবাজি বন্ধে আমরা কঠোর অবস্থান নিয়েছি। ‘রাজশাহীর কেন্দ্রীয় উদ্যানসহ বিনোদন কেন্দ্রগুলো বন্ধ করে দেয়া হয়েছে। নদীর ধারসহ সিএন্ডবি মোড় ও কয়েকটি এলাকায় সন্ধ্যার পর ছেলেমেয়েরা বেশি ঘোরাফেরা করে। আমরা ওইসব জায়গার দোকানপাট সন্ধ্যা ৭টার পর বন্ধের নির্দেশনা দিয়েছি। এখন সরকারি নির্দেশনা হাতে পাওয়ার পরই লকডাউনের বিষয়ে মাঠ পর্যায়ে কাজ শুরু হবে।’

বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, সরকারি নির্দেশনা অনুসারে বরিশালেও লকডাউন করা হবে। এরইমধ্যে গণপরিবহন মালিক শ্রমিকদের অর্ধেক যাত্রী নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। প্রতিদিন মোবাইল কোর্ট চলছে। মানুষকে সচেতন করতে জেলা প্রশাসনের একাধিক টিম প্রতিদিন কাজ করছে। সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। লকডাউনের নির্দেশনা আসলে তাও বাস্তবায়ন করা হবে।’

লকডাউন কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমান। তিনি বলেন, লকডাউনে পুলিশের টহল জোরদার থাকবে। নগরে সিটি করপোরেশন এবং জেলায় উপজেলা প্রশাসন তদারকির দায়িত্ব থাকবে। এ ছাড়া দরিদ্র জনগোষ্ঠির জন্য ত্রাণ সহায়তা আসলে তালিকা করে সেগুলো বিতরণ করা হবে।

প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন আহসান হাবীব অপু, রাজশাহী; রফিকুল ইসলাম, রংপুর; তন্ময় দাস, বরিশাল ও সিফায়াত উল্লাহ, চট্টগ্রাম ।

এ বিভাগের আরো খবর