করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হয়েছে।
শনিবার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিউজবাংলাকে জানিয়েছেন কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন।
তিনি বলেন, করোনা পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ বার কাউন্সিলের এক জরুরি সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে বার কাউন্সিল নির্বাচনের তফসিল আপাতত স্থগিত করা হয়েছে।
এদিকে এ নির্বাচনকে কেন্দ্র করে শনিবারই জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে অনেকেই মনোনয়ন পান।
২৫ মে বার কাউন্সিল নির্বাচনের হওয়ার কথা ছিল।
বার কাউন্সিল নির্বাচনে প্রায় ৫০ হাজার ভোটার রয়েছেন। নিয়মানুসারে, ১৪টি পদের মধ্যে আইনজীবীদের ভোটে সাধারণ আসনে সাতজন এবং আঞ্চলিকভাবে (গ্রুপ আসনে) সাতজন আইনজীবী বার কাউন্সিল পরিচালনার জন্য সদস্য নির্বাচিত হবেন।
পরে নির্বাচিত ১৪ সদস্যের মধ্য থেকে সংখ্যাগরিষ্ঠতা ও মতামতের ভিত্তিতে একজনকে ভাইস-চেয়ারম্যান করা হবে। আর পদাধিকার বলে চেয়ারম্যান হবেন অ্যাটর্নি জেনারেল।