রাজধানীর হাতিরঝিল এলাকায় সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কুদ্দুস বলেন, ‘ঝিলিক আলম নামের গৃহবধূর মৃত্যু সড়ক দুর্ঘটনার আগেই হয়েছে। মৃতদেহ হাসপাতালে নেয়ার অনেক অনেক আগে তার মৃত্যু হয়। তার শরীরে আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে। নিহতের স্বামী সাকিবুল আলমকে আটক করা হয়েছে।’
এসআই গোলাম কুদ্দুস আরও বলেন, শনিবার সকাল ৯টার দিকে হাতিরঝিলের মধুবাগের আরামবাগ সড়কে গাড়ির দুর্ঘটনাটি সাজানো হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। আমরা খবর পেয়ে মধুবাগ এলাকায় গিয়ে দেখি একটি প্রাইভেট কার ফুটপাতের ওপর ওঠা। গাড়ির সামনের বামপাশের চাকা পাংচার।
ক্ষতিগ্রস্ত গাড়িতে থাকা তার স্বামী শুরুতে দাবি করেছিলেন, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার স্ত্রীর।
এসআই গোলাম কুদ্দুস বলেন, ‘ওই নারীকে গাড়ির পেছনের সিটে শোয়ানো অবস্থায় আমরা পেয়েছি। পরে আরেকটি গাড়ি দিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘ঘটনাটি সন্দেহজনক। স্বামীর বক্তব্যের সঙ্গে বাস্তবতার মিল নেই। স্বামীকে আমরা আটক করেছি। তাদের বাসা গুলশানে তাই গুলশান থানায় মামলা হবে।’ গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, গৃহবধূর মা হত্যার অভিযোগ তুলেছেন। মামলার প্রক্রিয়া চলছে।