করোনাভাইরাসের সংক্রমণ আবার বেড়ে যাওয়ার মধ্যে যুক্তরাজ্য থেকে আসতে পারলেও বাংলাদেশ থেকে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, কেনিয়া ও ফিলিপাইনকেও ভ্রমণ নিষেধাজ্ঞার ‘লাল তালিকায়’ অন্তর্ভুক্ত করেছে যুক্তরাজ্য।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে লাল তালিকাভুক্ত দেশ বা তাদের ট্রানজিট হিসেবে ব্যবহার করে আসা কোনো যাত্রীকে যুক্তরাজ্যে ঢুকতে দেয়া হবে না।
ব্রিটিশ সরকারের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, করোনার সংক্রমণ থেকে দেশটিকে সুরক্ষা দিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। অবশ্য, এই দেশগুলোতে বসবাসকারী ব্রিটিশ ও আইরিশরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
যুক্তরাজ্য ছাড়া ইউরোপের কোনো দেশ থেকেই সরাসরি বাংলাদেশে আসা যাবে না বলে গত বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এতে বলা হয়েছে, বিশ্বের অন্যান্য অঞ্চলের আরও ১২টি দেশ থেকেও কেউ বাংলাদেশে প্রবেশ করতে পারবে না।
তবে বাংলাদেশকে সে সুযোগ দিচ্ছে না যুক্তরাজ্য। এই চারটি দেশ ছাড়াও বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলাম্বিয়া, কঙ্গো, ইথিওপিয়া, ওমান, তানজানিয়া, সংযুক্ত আরব আমিরাত, সোমালিয়া, জাম্বিয়া ও জিম্বাবুয়েসহ আরও কয়েকটি দেশের নাগরিকদের আগামী ৯ এপ্রিল থেকে ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় আনবে ব্রিটিশ সরকার।