হেফাজতে ইসলামের পূর্ব ঘোষিত কর্মসূচি আছে শুক্রবার। কর্মসূচিতে নাশকতার আশঙ্কায় রাজধানীর দুটি মাদ্রাসায় অভিযান চালিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় চালানো এই অভিযানে চকবাজারের জামেয়া ইসলামিয়া ইসলামবাগ ও লালাবাগের জামেয়া কুরানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে পাঁচ শতাধিক ছুরি উদ্ধার করা হয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে, এসব ছুরি কোরবানিরর ঈদে ব্যবহৃত হতো। এসব ছরি কেউ যাতে নাশকতা না চালাতে পারে, সেজন্য এগুলো উদ্ধার করে জব্দ করা হয়েছে।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘শুক্রবার হেফাজতের কর্মসূচি রয়েছে। মাদ্রাসাগুলোর পরিস্থিতি দেখার জন্য আমরা গিয়েছিলাম। শিক্ষকদের সঙ্গে কথা হয়েছে। মাদ্রাসার ছাত্রদের সংখ্যা কম। অধিকাংশই ছুটিতে চলে গেছে।’
তিনি বলেন, মাদ্রাসাগুলো থেকে পাঁচ শতাধিক ছুরি উদ্ধার করা হয়েছে। প্রয়োজনে সেগুলো ঈদের সময় আবার ফেরত দেয়া হবে।