বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

উত্তপ্ত এপ্রিলে ঘূর্ণিঝড়, নিম্নচাপ, কালবৈশাখী, বন্যার আভাস

  •    
  • ১ এপ্রিল, ২০২১ ২২:৩১

এপ্রিলে একটি তীব্র তাপপ্রবাহ দেখা দিতে পারে যা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে। এক থেকে দুটি মৃদু ও মাঝারি তাপপ্রবাহও বয়ে যেতে পারে। হতে পারে বেশ কয়েকটি কালবৈশাখী ঝড়। নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ও হতে পারে।

চৈত্রের উত্তাপে পুড়ছে প্রকৃতি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, এই গরম থেকে নিস্তার তো মিলবেই না, বরং আরও বেশি গরমে ভুগতে হবে মানুষকে।

এপ্রিলে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে।

এতে বলা হয়েছে, এপ্রিলে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি ও তীব্র কালবৈশাখী ঝড় ও দেশের অন্যত্র পাঁচ থেকে সাত দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা ও মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে।

দুই বাংলা মাস চৈত্র আর বৈশাখে হঠাৎ যে ঝড় কালবৈশাখী নামে পরিচিত, তার জন্যও প্রস্তুত হতে হবে দেশকে। ঝড় বলেকয়ে আসবে না-এটাই যখন এর বৈশিষ্ট্য, তখন কখন, কোথায় কালবৈশাখী আঘাত হানতে পারে, সে পূর্বাভাস অবশ্য দিতে পারছে না অধিদপ্তর।

মাসব্যাপী আবহাওয়ার যে পূর্বাভাস দেয়া হয়েছে তাতে এপ্রিলজুড়ে নিম্নচাপ, ঘূর্ণিঝড় আর কালবৈশাখীর পূর্বাভাস দেয়া হয়েছে।

বৃহস্পতিবার অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির মাসিক নিয়মিত সভায় এপ্রিল মাসের আবহাওয়া কী হতে পারে, তা নিয়ে পর্যালোচনা করা হয়।

আবহাওয়াবিদ ওমর ফারুখ নিউজবাংলাকে বলেন, ‘এপ্রিলকে আমরা সর্বোচ্চ উষ্ণ মাস হিসেবে বিবেচনা করি। এই মাসে তাপমাত্রা সর্বোচ্চ থাকে। তবে এপ্রিলে দেশে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’

তিনি বলেন, ‘অধিদপ্তর থেকে বলা হয়েছে, এপ্রিলে সাগরে এক থেকে দুইটি নিম্নচাপ হতে পারে। এর থেকে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে।’

তীব্র গরমে পুড়বে দেশ

তাপমাত্রা কেমন থাকবে এপ্রিলে?- জানতে চাইলে এই আবহাওয়াবিদ বলেন, এপ্রিলে একটি তীব্র তাপপ্রবাহ দেখা দিতে পারে যা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে।

এ ছাড়া এক থেকে দুইটি মৃদু তাপপ্রবাহ বয়ে যাবে, যার তাপমাত্রা ৩৬ থেকে ৩৮। আর দুই একটি মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে, যখন তাপমাত্রা হবে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলিসিয়াস।

হতে পারে বন্যাও

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, এই মাসে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। কারণ হিসেবে বলা হয়েছে, এপ্রিল মাসের শেষ দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও ভারতীয় অংশে ভারী বৃষ্টিপাত দেখা দিতে পারে। এর ফলে ওই সব অঞ্চলের পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বন্যার আশঙ্কা রয়েছে।

বৃষ্টি কেমন হবে?

অধিদপ্তরের হিসাব বলছে, মার্চে সারা দেশে স্বাভাবিকের চেয়ে ৭৯.৬ শতাংশ কম বৃষ্টি হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে স্বাভাবিকের চেয়ে ৯২.৫ শতাংশ, চট্টগ্রামে ৯৯.৬ শতাংশ, রাজশাহীতে ৯৪.২ শতাংশ, খুলনায় ৯৪.৭ শতাংশ আর বরিশাল বিভাগে ৯৯.৫ শতাংশ কম বৃষ্টি হয়েছে।

কেবল সিলেট বিভাগে প্রায় স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে।

তবে এপ্রিলে বিভাগ ভেদে ৫ থেকে মাসে সর্বোচ্চ ১৩ দিন বৃষ্টি হওয়ার আভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে খুলনা বিভাগে সর্বনিম্ন ৫ দিন আর সিলেট বিভাগে ১৩ দিন বৃষ্টি হতে পারে বলে ধারণা তাদের।

দিনের সংখ্যার মতো মিলিমিটারের হিসাবেও সবচেয়ে বেশি বৃষ্টি সিলেট বিভাগে হবে বলেই আভাস তাদের। সেখানে ২৬৫ থেকে ৩২৫ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে।

আর পরিমাণে সবচেয়ে কম বৃষ্টির আভাস আছে রাজশাহী বিভাগে। সেখানে ৭৫ থেকে ৯০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

ঢাকা বিভাগে বৃষ্টির আভাস আছে ১৩৫ থেকে ১৬৫ মিলিমিটার। মাসে আট দিন বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ বিভাগের আরো খবর