সরকারি কাজে বাধাদান ও বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ছাত্র অধিকার পরিষদের আট নেতা-কর্মীকে রিমান্ড ফেরত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
১ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর আদালতের হাকিম সত্যব্রত শিকদার চারজনের জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
চার দিনের রিমান্ড শেষে এদিন তাদের আদালতে রিমান্ড ফেরত হাজির করা হয়।
এ সময় তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা৷
অপর দিকে জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী সিরাজুল ইসলাম, খাদেমুল ইসলাম, তৌফিক শাহরিয়ার ও মো. পারভেজ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে গত ২৫ মার্চ মতিঝিলে ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতা-কর্মীরা মিছিল বের করেন। সেদিন পুলিশের ওপর হামলা করেন তারা।
এরপর গত ২৭ মার্চ প্রেস ক্লাবের সামনে ধস্তাধস্তির ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়।
গত ২৮ মার্চ তাদের চার দিনের রিমান্ডে দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন।
একই দিন মহানগর আদালতের হাকিম মো. জসিম মতিঝিল থানার মামলায় অপর চার আসামি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক শাকিল উজ্জামান, আল আমিন মিনা, মো. ইব্রাহিম ও সাইফুল ইসলাম সাইফকে দুই দিনের রিমান্ডে পাঠান।
গত ৩০ মার্চ রিমান্ড শেষে জামিন নাকচ করে তাদেরও কারাগারে পাঠানো হয়েছে।
ওই দিন মতিঝিল থানার মামলায় ছাত্র অধিকার পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন।