রাজধানীর ভাষানটেকে কার্টন থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২০ থেকে ৩০ বছর।
ভাষানটেক ডেন্টাল কলেজের ইমারজেন্সি গেটের উত্তর পাশ থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
ভাষানটেক থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পথচারীরা সড়কে পড়ে থাকা কার্টন খুলে মরদেহটি দেখে থানায় জানায়। টহল পুলিশের একটি দল মরদেহটি উদ্ধার করে। মরদেহটি বস্তায় ভরে পরে কার্টনে আটকানো হয়। কার্টনটি ভালো করে স্কচটেপে মোড়ানো ছিল।
শফিকুল ইসলাম বলেন, মরদেহের নাম-পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলেছে। বুধবার রাতেই কেউ তাকে মেরে মরদেহ ফেলে গেছে। মরদেহটি মর্গে পাঠানো হচ্ছে।
এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে জানান পুলিশ কর্মকর্তা শফিকুল।