বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঈদে এক কোটি পরিবারকে ৪৫০ কোটি টাকা

  •    
  • ৩১ মার্চ, ২০২১ ২১:০৬

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ কোটি ৯ হাজার ৯৪৯ পরিবারকে আর্থিক সহায়তা দেবে সরকার। মুজিববর্ষের মধ্যে আসন্ন এই ঈদে এ জন্য ৪৫০ কোটি ৪৪ লাখ ৭৭ হাজার ৫০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।    

ঈদে দেশের প্রায় এক কোটি পরিবারকে আর্থিক সহায়তার দেবে সরকার।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের

সিনিয়র তথ্য কর্মকর্তা সেলিম হোসেন।

তিনি জানান, ১ কোটি ৯ হাজার ৯৪৯ পরিবারকে আর্থিক সহায়তা দেবে সরকার। মুজিববর্ষের মধ্যে আসন্ন এই ঈদে এ জন্য ৪৫০ কোটি ৪৪ লাখ ৭৭ হাজার ৫০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিজিএফ কর্মসূচির আওতায় সারা দেশের ৪৯২টি উপজেলার ৮৭ লাখ ৭৯ হাজার ২০৩টি এবং ৩২৮টি পৌরসভার ১২ লাখ ৩০ হাজার ৭৪৬টি মিলিয়ে মোট ১ কোটি ৯ হাজার ৯৪৯টি ভিজিএফ কার্ডের বিপরীতে এ বরাদ্দ দেয়া হয়েছে।

পরিবার প্রতি ১০ কেজি চালের সমমূল্য অর্থাৎ কার্ডপ্রতি ৪৫০ টাকা হারে আর্থিক সহায়তা দিতে উপজেলাগুলোর জন্য ৩৯৫ কোটি ৬ লাখ ৪১ হাজার ৩৫০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

পৌরসভাগুলোতে ৫৫ কোটি ৩৮ লাখ ৩৫ হাজার ৭০০ টাকা বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অসহায়, দুস্থ ও অতিদরিদ্র পরিবারের ঈদ উদযাপনে এই সহায়তা দেয়া হচ্ছে। এক্ষেত্রে অগ্রাধিকার পাবে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অতি দরিদ্র পরিবারগুলো।

এ বিভাগের আরো খবর