বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২২ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার দুই

  •    
  • ৩১ মার্চ, ২০২১ ২০:৪৪

জাল নোট ও জাল নোট তৈরির ১০টি স্ক্রিন ফ্রেম, স্ক্রিন ফ্রেম আটকানোর দুটি কাঠের বোর্ড, রঙের ছয়টি বোতল, পাঁচটি রঙের কৌটা, নোট তৈরির দুই বান্ডেল কাগজ, ফেবিকলের আঠা এক কৌটা, লেমিনেটিং মেশিন একটি, প্রিন্টিং ব্রাশ দুটি ও একটি অ্যান্টিকাটার জব্দ করা হয়।

রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে ২২ লাখ টাকার জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগ।

এরা হলেন পিরোজপুরের নাজিরপুরের মলয় মণ্ডল ও চট্টগ্রামের খুলশির জনি ডি কস্তা।

অভিযান ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা ওয়ারী বিভাগের উপকমিশনার মো. আব্দুল আহাদ।

মঙ্গলবার রাতে হাতিরঝিল থানা এলাকায় পশ্চিম উলনের একটি বাড়ির পঞ্চমতলার ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয় তাদের।

এ সময় তাদের কাছ থেকে ২২ লাখ ২৫ হাজার টাকা সমমূল্যের জাল নোট ও জাল নোট তৈরির ১০টি স্ক্রিন ফ্রেম, স্ক্রিন ফ্রেম আটকানোর দুটি কাঠের বোর্ড, রঙের ছয়টি বোতল (তিনটি নতুন এবং তিনটি ব্যবহৃত), পাঁচটি রঙের কৌটা, নোট তৈরির দুই বান্ডেল কাগজ, ফেবিকলের আঠা এক কৌটা, লেমিনেটিং মেশিন একটি, প্রিন্টিং ব্রাশ দুটি ও একটি অ্যান্টিকাটার জব্দ করা হয়।

জাল টাকার নোট ও সরঞ্জামসহ দুইজনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা ওয়ারী বিভাগের উপকমিশনার মো. আব্দুল আহাদ। তিনি বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে বাজারে জাল টাকার নোট ছড়িয়ে আসছিলেন। তাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

এ বিভাগের আরো খবর