করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাস ও লঞ্চের পর সরকারি নির্দেশনা মেনে ট্রেনেও ৫০ ভাগ যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বুধবার বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (টিসি) মো. নাহিদ হাসান খাঁন স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। আদেশটি বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।
আদেশে বলা হয়েছে, আন্তনগর ট্রেনের সব টিকিট অনলাইন ও কাউন্টারের মাধ্যমে যাত্রীরা সংগ্রহ করতে পারবেন। এ সময় ৫০ ভাগ টিকিট অগ্রিম ব্যবস্থাপনায় ইস্যু করবে বাংলাদেশ রেলওয়ে। তবে ১১ এপ্রিলের পর পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত আন্তনগর ট্রেনের টিকিট ইস্যু বন্ধ থাকবে।
আদেশে আরও বলা হয়, আন্তনগর ট্রেনে ক্যাটারিং সেবা প্রদান এবং ট্রেনে রাত্রীকালীন বেডিং সরবরাহের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা হবে।
এর আগে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারি নির্দেশনা মেনে নৌযানেও যাত্রী অর্ধেকে নামানোর সিদ্ধান্ত হয়। সেই সঙ্গে ভাড়া বাড়ছে ৬০ শতাংশ।
বুধবার থেকে বাসে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি এবং ৫০ ভাগ যাত্রী তোলার নিয়ম কার্যকর করা হয়েছে। একই সঙ্গে অ্যাপে চালানো রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে যাত্রী বহন বন্ধ করে দেয়া হয়েছে।