বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফের কালো কোট ও গাউন ছাড়া বিচারক, আইজীবীরা

  •    
  • ৩০ মার্চ, ২০২১ ২২:২১

সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে পাঠানো বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের আলোচনায় সিদ্ধান্ত হয়, চলমান পরিস্থিতিতে বিচারক ও আইনজীবীবৃন্দ ক্ষেত্রমত সাদা শার্ট বা সাদা শাড়ি বা সালোয়ার কামিজ, সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরবেন। এ ক্ষেত্রে কালো কোট এবং গাউন পরিধান করার প্রয়োজনীয়তা নেই।

করোনাভাইরাসের বিস্তার আবার বেড়ে যাওয়ায় বিচারক ও আইনজীবীদের চিরাচরিত কালো কোট ও গাউন ছাড়া আবারও বিচার কাজে অংশ নিতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

মঙ্গলবার রাতে এ সিদ্ধান্ত নিউজবাংলাকে নিশ্চিত করেন সুপ্রিমকোর্টের বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান। বলেন, ‘করোনার পরিস্থিতির কারণে জরুরি মিটিং করে প্রধান বিচারপতি এ সিদ্ধান্ত নিয়েছেন।’

সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে পাঠানো বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের আলোচনায় সিদ্ধান্ত হয়, চলমান পরিস্থিতিতে বিচারক ও আইনজীবীবৃন্দ ক্ষেত্রমত সাদা শার্ট বা সাদা শাড়ি বা সালোয়ার কামিজ, সাদা নেক ব্যান্ড বা কালো টাই পরবেন। এ ক্ষেত্রে কালো কোট এবং গাউন পরিধান করার প্রয়োজনীয়তা নেই।

এই নির্দেশনা সুপ্রিমকোর্ট এবং দেশের সকল অধস্তন আদালতে অবিলম্বে কার্যকর হবে।

করোনার কারণে এর আগে গত বছরের ১১ আগস্টও বিজ্ঞপ্তি দিয়ে এমন নির্দেশনা দেয়া হয়েছিল। ওই নির্দেশনা সে বছরের ১২ আগস্ট থেকে কার্যকর হয়। এরপর করোনার প্রভাব কমে আসলে বিচারক ও আইনজীবীরা কালো কোট পরিধান করে বিচার কাজ পরিচালনা করতেন। তবে গাউন পরতেন না।

এ বিভাগের আরো খবর