রাজধানীর মাটিকাটা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আরব আলী নামের এক ঠিকাদার আহত হয়েছেন। তা ছাড়া রফিকুল ইসলাম নামের আরেক রংমিস্ত্রিকে পিটিয়ে আহত করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঠিকাদার আরব আলী নিউজবাংলাকে জানান, তার বাসা মাটিকাটায়। দুপুরে বাসার সামনে বসেছিলেন। তখন কয়েকজন সন্ত্রাসীরা তার পায়ে গুলি করে।
তিনি বলেন, ‘চিহ্নিত সন্ত্রাসী-চাঁদাবাজ যুবরাজ, পালু ও সুমনসহ ছয়-সাতজন এসে আমাকে হুমকি দিচ্ছিল। একপর্যায়ে যুবরাজ আমাকে লক্ষ্য করে গুলি করে।’
আহত রফিকুল ইসলাম জানান, দুপুরে তার টিনশেড বাসার ভিতর ঢুকে যুবরাজসহ ১০-১২ জন তাকে কাঠ, বাঁশ ও পাথর দিয়ে আঘাত করে।
আরব আলীর সঙ্গে চলাফেরা করায় তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ রফিকুলের।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আরব আলীর ডান উরুতে একটি গুলির আঘাত রয়েছে। আর রফিকুলের পায়েসহ শরীরে পেটানোর আঘাত রয়েছে।