পুরান ঢাকার সূত্রাপুরে কিশোর গ্যাংয়ের বিরোধে অনন্ত নামের এক কিশোর খুনের ঘটনায় আরও তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার কিশোরদের বয়স ১৩ থেকে ১৪ বছরের মধ্যে।
সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মামুনুর রহমান।
নিউজবাংলাকে তিনি বলেন, ‘অনন্তের বাবা সাহাদত হোসেন মঙ্গলবার হত্যা মামলা করেছেন। মামলায় আসামি করা হয়েছে ছয়জনকে। এই মামলায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযানে অব্যাহত রয়েছে।’
পুলিশ জানায়, সূত্রাপুরের লালকুঠি এলাকায় সোমবার রাত সাড়ে ১১টার দিকে খুনের ঘটনা ঘটেছে। নিহত অনন্ত স্থানীয় জুবলী স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। দুই ভাইয়ের মধ্যে অনন্ত ছোট। তার বাসা মিল ব্যারাকের কাগজীটোলায়। বাবা বাংলাবাজারে দোকানে কাজ করেন।
অনন্তকে হত্যার সময় আহত হয় আরও দুই কিশোর। তাদের একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। অন্যজন হাসপাতালে ভর্তি।
আহত এক কিশোর জানায়, লালকুঠির মিল ব্যারাক এলাকার দুই কিশোরের মধ্যে ঝগড়া হয়। সেই ঘটনার জেরে সোমবার রাত সাড়ে ১০টার দিকে লালকুঠি ঘাটে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং এক পর্যায়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
এ সময় পেটে একাধিক ছুরিকাঘাতে অজ্ঞান হয়ে পড়ে অনন্ত। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলেও জানায় ওই কিশোর।