করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সব ধরনের যাত্রীবাহী ট্রেনে মোট আসনের অর্ধেক টিকিট বিক্রির নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ।
রেল মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম নিউজবাংলাকে মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। এ ছাড়া স্বাস্থ্যবিধি অনুসরণ করে ট্রেনে চলাচল করতে হবে।
রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল পর্যন্ত যারা নমুনা পরীক্ষা করিয়েছেন তাদের মধ্যে পাঁচ হাজার ১৮১ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এর আগে গত ২ জুলাই ২৪ ঘণ্টায় চার হাজার ১৯ জনের মধ্যে সংক্রমণের প্রমাণ পাওয়া যায়।
রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৪৫ জনের। গত ২৮ আগস্ট এর থেকে বেশি মৃত্যু সংবাদ দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সে দিন মৃত্যুর সংখ্যা ছিল ৪৭ জন।
এই অবস্থায় করোনা নিয়ন্ত্রণে সরকার সোমবার ১৮ দফা নির্দেশনা দিয়েছে। তার মধ্যে গণপরিবহনে ভাড়া বাড়িয়ে যাত্রীসংখ্যা অর্ধেকে আনার কথাও বলা হয়েছে।
বুধবার থেকে বাস ও অন্যান্য পরিবহনে ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর বিষয়টি কার্যকর করার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গত বছরের মার্চে সরকার সাধারণ ছুটি ঘোষণার পর স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে ভ্রমণের ক্ষেত্রেও টিকিটি বিক্রি অর্ধেকে নামিয়ে এনেছিল রেল কর্তৃপক্ষ।