পুরান ঢাকার সূত্রাপুরে কিশোর গ্যাংয়ের বিরোধে অনন্ত নামে ১৪ বছরের এক কিশোর খুন হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্রাপুরের লালকুঠি এলাকায় সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত অনন্ত স্থানীয় জুবলী স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। দুই ভাইয়ের মধ্যে অনন্ত ছোট। তার বাসা মিল ব্যারাকের কাগজীটোলায়। বাবা বাংলাবাজারে দোকানে কাজ করেন।
তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
হত্যার সময় আহত হয়েছে সাজু ও সোহেল নামের দুই কিশোর। সাজু হাসপাতালে চিকিৎসাধীন। সোহেলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
সাজু জানায়, লালকুঠির মিল ব্যারাক এলাকার মুন্না, ফেরদৌস ওরফে জুনিয়র ফেরদৌস ও আলামিনের সঙ্গে অনন্ত, সোহেল ও তার ঝগড়া হয়। এ ঘটনার জেরে শবে বরাতের রাত সাড়ে ১০টার দিকে লালকুঠি ঘাটে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ সময় পেটে একাধিক ছুরিকাঘাতে অজ্ঞান হয়ে পড়ে অনন্ত।
তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতে আহত সাজুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ খান জানান, কিশোর গ্যাংয়ের মধ্যে বিরোধে অনন্ত খুন হয়েছে।
সূত্রাপুর থানার এসআই বীরেন্দ্র চন্দ্র দাস নিউজবাংলাকে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।