করোনাভাইরাস মহামারির মধ্যেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে পবিত্র শবেবরাত। মহান আল্লাহর সন্তুষ্টির আশায় মুসলমানরা ইবাদত বন্দেগিতে পালন করেন এই রাত।
ইসলাম অনুসারীদের কাছে এটি ভাগ্য নির্ধারণেরও রাত। ইসলাম বিশেষজ্ঞরা বলেন, এ রাতে মহান আল্লাহতালা পরের বছরের জন্য মানবজাতির রিজিক ও ভাগ্য নির্ধারণ করেন।
এ রাতে মহান সৃষ্টিকর্তার কাছে ইবাদত বন্দেগির মাধ্যমে গুনাহ থেকে মাফ পাওয়া যায়।
এ জন্য এশার নামাজ শেষে নফল ইবাদতে নিমগ্ন হন মুসলিমরা। সারা রাত ধরে চলে প্রার্থনা। দুই হাত তুলে মনোবাসনা পূরণে আল্লাহর কাছে ফরিয়াদ জানান তারা।
শবেবরাত ইসলাম ধর্মাবলম্বীদের কাছে সিয়াম সাধনার বার্তা নিয়ে আসে। শুরু হয় মাস ধরে রোজা রাখার প্রস্তুতি।
ইসলাম ধর্মের সবশেষ নবী হজরত মুহাম্মদ (সা.) এই রাতে নফল ইবাদত বন্দেগি করতে মুসলমানদের নির্দেশনা দিয়ে গেছেন। এই রাতে আল্লাহতালা তার বান্দাদের জন্য উন্মুক্ত করে দেন রহমত ও দয়ার ভাণ্ডার। তাই মুসলিম সম্প্রদায়ের কাছে এটি উৎসবের রাতও।
এ দিন হালুয়া-রুটিসহ নানা উপাদেয় খাবার তৈরির প্রচলন দেখা যায় ইসলাম অনুসারীদের। খাবারগুলো গরিব, দুঃখী ও নিরন্ন মানুষের মধ্যে বিলিয়ে দেন তারা।