হরতালে দেশের নানা এলাকায় সহিংস হয়ে ওঠা হেফাজতে ইসলামকে শান্ত হতে সতর্ক করে দিয়েছে সরকার। অন্যথায় সরকার কঠোর অবস্থানে যাবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে।
দেশের বিভিন্ন এলাকায় সরকারি-বেসরকারি স্থাপনায় হামলার পর রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘এ জাতীয় ক্ষয়ক্ষতি, সকল প্রকার উচ্ছৃঙ্খলতা বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি। অন্যথায় জনগণের জানমাল সম্পদ রক্ষায় সরকার কঠোর অবস্থান গ্রহণ করবে।’
রোববার হেফাজতের হরতালে ঢাকার কেন্দ্রস্থল শান্ত থাকলেও তাদের কর্মীরা সহিংস হয়ে উঠেছে নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকায়।
গত শুক্র ও শনিবারও চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালিয়েছেন সংগঠনের নেতা-কর্মীরা।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনদিন ধরে কতিপয় উচ্ছৃঙ্খল ব্যক্তি গোষ্ঠী ধর্মীয় উন্মাদনায় চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা, ব্রাহ্মণবাড়িয়ার সদর, সরাইল, আশুগঞ্জ উপজেলার সরকারি সম্পদ ধ্বংস করে চলেছে। যার মধ্যে উপজেলা পরিষদ, থানা ভবন, সরকারি ভূমি অফিস, পুলিশ ফাঁড়ি, রেলস্টেশন, রাজনৈতিক ব্যক্তিবর্গের বাড়িঘর, প্রেস ক্লাবসহ নানা সম্পদের ক্ষয়ক্ষতি করে যাচ্ছে।’
সরকার উদ্বেগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন জানিয়ে কামাল বলেন, ‘কতিপয় স্বার্থান্বেষী মহল এতিম, ছোট ছোট শিশুদের রাস্তায় বসিয়ে দিচ্ছে। কোনো কোনো জায়গায় স্বার্থ হাসিলের জন্য এই ছোট ছোট এতিম, মাদ্রাসায় যারা পড়ে তাদের সামনে রাখছে। তারাই ভিকটিম হচ্ছে।’
সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ছবি: নিউজবাংলা
গুজব ও ভুয়া সংবাদ ছড়িয়ে মহলটি উত্তেজনা বাড়াচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ‘বাঁশেরকেল্লা থেকে ভিডিও বার্তা দিয়ে অবারিতভাবে এ ধরনের আহ্বান জানিয়েছেন, উত্তেজনা ছড়িয়েছেন। আমরা মনে করি, এগুলো নাশকতা। এগুলো রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয়া। এগুলো থেকে বিরত থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। নতুবা আইন অনুযায়ী আমরা আমাদের ব্যবস্থা নিতে যাচ্ছি, এবং আমরা অবশ্যই নেব।’
মন্ত্রী বলেন, ‘আমরা মনে করি, অহেতুক এই অবস্থান তৈরি করা, সরকারি সম্পত্তি নষ্ট করা, জানমালের ক্ষয়ক্ষতি করা এটা সরকারের কাম্য নয়। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।’
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘আমাদের নিরাপত্তা বাহিনী চরম ধৈর্যের সঙ্গে এসব পরিস্থিতি অবজার্ভ করছেন। এসব কাজ যদি বন্ধ না করে আমরা আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
হরতাল ডেকে তাণ্ডব চালানোর অধিকার তাদের নেই জানিয়ে মন্ত্রী বলেন, ‘একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য, সুন্দরভাবে যে দেশ চলছে সেটাকে ব্যাহত করার জন্য তাদের এই প্রচেষ্টা।’
কেন তাদের আইনের আওতায় আনা যাচ্ছে না? এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘যেহেতু ধৈর্য সহকারে আমরা দেখছি, এখন আমরা এগুলোর প্রতিকার করব। প্রতিহত করব এদেরকে। এদেরকে আইনের আওতায় আমরা নিয়ে আসব।’
২০১৩ সালের শাপলা চত্বরে তাণ্ডবের পর অভিযানের মুখে ঘরে ফেরা হেফাজতের হঠাৎ করে সহিংস হয়ে ওঠায় কারও ইন্ধন থাকতে পারে বলেও মনে করেন মন্ত্রী।
ব্রাহ্মবাড়ীয়ার শহিদ ধীরেন্দ্রনাথ চত্বরে আয়োজিত উন্নয়ন মেলায় আগুন দেয় হেফাজত কর্মীরা। ছবি: নিউজবাংলা
নিষিদ্ধ হওয়া জঙ্গি সংগঠনগুলো এবং জামাত এর পেছনে থাকতে পারে বলেও মনে করছেন মন্ত্রী। তিনি বলেন, ‘আমরা কাউকে ছাড় দেবো না।’
শুক্রবার থেকে ফেসবুকের গতি বন্ধ করা প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী সরকারের হস্তক্ষেপের বিষয়টি স্বীকার করেননি। তিনি বলেন, ‘এটা যান্ত্রিক ত্রুটি হয়ে থাকতে পারে। বিটিআরসি জানতে পারে।’
হেফাজত ইস্যুতে সরকার নমনীয় কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সরকার কখনো নমনীয় নয়। সরকার সব সময় একটা ধৈর্যের পরিচয় দেয়।
‘মাদ্রাসায় যারা অধ্যয়ন করে শতকরা তাদের ৭০ ভাগই নিম্ন আয়ের মানুষ। ৩০ ভাগ আছে, যাদের হয়তো সহায় সম্পত্তি আছে। এদেরকে ঢাল হিসেবে নিয়ে, এদেরকে ব্যবহার করা, নিরীহ ছেলেদেরকে ব্যবহার করা, আমি মনে করি এটাও এরা খুব অন্যায় কাজ করছে। ভুল ব্যাখ্যা দিয়ে, ধর্মের নামে উসকে দিয়ে এসব করে যাচ্ছে।’
এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যথায় কঠোর অবস্থানে যাবে সরকার।