বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হত্যাচেষ্টা মামলা: হাজি সেলিমপুত্রের জামিন স্থগিত

  •    
  • ২৮ মার্চ, ২০২১ ১৩:০৬

চেম্বার বিচারপতি ওবায়দুল হাসানের আদালত রোববার ইরফানের জামিন চার সপ্তাহের জন্য স্থগিত করে।

নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে হত্যাচেষ্টার মামলায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত।

চেম্বার বিচারপতি ওবায়দুল হাসানের আদালত রোববার এ আদেশ দেয়।

ইরফানের জামিন চার সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ বলে ১৮ মার্চ বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ জামিন দিয়েছিল ইরফানকে। পরে রাষ্ট্রপক্ষ ওই জামিন স্থগিত চেয়ে আবেদন করে।

সেই আবেদনের শুনানি নিয়ে চেম্বার আদালত জামিন স্থগিত করে শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসকে মোর্শেদ। আর ইরফান সেলিমের পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা।

রাজা নিউজবাংলাকে বলেন, ‘গত ২৭ জানুয়ারি ইরফান সেলিমকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। ওই রুল শুনানি শেষে ১৮ মার্চ হাইকোর্ট জামিন দিয়েছিলেন।

‘কিন্তু আজ আপিল বিভাগ ওই জামিন চার সপ্তাহের জন্য স্থগিত করে দেন। এখন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে।’

নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান গত বছরের ২৬ অক্টোবর ইরফান সেলিম ও তার সহযোগীদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় হত্যাচেষ্টার মামলা করেন।

পরদিন ইরফানের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ পিস্তল, মদ, ইয়াবা, এয়ারগান, ওয়াকিটকি, হাতকড়া পাওয়ার কথা জানায় র‌্যাব। মদ্যপান ও ওয়াকিটকি ব্যবহার করায় ইরফানকে দেড় বছর কারাদণ্ডও দেয় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

তার বিরুদ্ধে অস্ত্র, ইয়াবা, মাদক, ওয়াকিটকি রাখা, মারধরসহ পাঁচটি মামলা হয়।

এ বিভাগের আরো খবর