বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আগেই ছিল সন্ত্রাসের হুমকি, গা করেনি পুলিশ

  •    
  • ২৮ মার্চ, ২০২১ ০৮:৫৩

নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ঘিরে সহিংসতার হুমকি প্রকাশ্যেই ছিল কওমিপন্থিদের। হেফাজত নেতা মামুনুল হক সংবাদ সম্মেলনে এসে রাজপথে না নামার ঘোষণা দেয়ার তিন দিন পর সরকার পতনের ক্ষেত্র তৈরির হুঁশিয়ারিও দেন। তবে কিছুই হবে না ভেবে সংবেদনশীল এলাকাগুলোতেও নিরাপত্তার ব্যবস্থা করেনি আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার পরদিন নিরাপত্তা জোরদার হওয়ার পর সহিংস হয়ে ওঠা হাটহাজারী শনিবার শান্ত।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযুদ্ধের বন্ধু ভারতের সরকারপ্রধানের বাংলাদেশ সফর ঘিরে সন্ত্রাসের হুমকি আগে থেকেই ছিল। ২৬ মার্চ সফর ঘনিয়ে আসার আগে আগে সফরের বিরোধিতাকারীরা স্পষ্টত সহিংস হয়ে ওঠার ইঙ্গিত দিয়েছিল।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও জানিয়েছিল ব্যাপক নিরাপত্তার আয়োজনের কথা। তবে সে নিরাপত্তার আয়োজন যে কেবল রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতাস্থল ও মোদির সফরের স্থান ঘিরে, সেটি স্পষ্ট হয়েছে।

শুক্রবার বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে যেসব এলাকায় ব্যাপক হামলা, ধ্বংসযজ্ঞ চলেছে, সেই এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তাব্যবস্থা ছিল শিথিল। হামলাকারীরা একজোট হয়ে এগিয়ে যাচ্ছে, এমন খবরও জানতে পারেনি পুলিশ বা অন্য কোনো বাহিনী।

ফলে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়া শহরে নির্বিঘ্নে তাণ্ডব চালিয়েছে হেফাজত কর্মীরা। পুলিশ তখনই প্রতিরোধ করতে পেরেছে, যখন তাদের শিবির বা কার্যালয় আক্রান্ত হয়েছে।

বায়তুল মোকাররম এলাকা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত প্রস্তুতি ছিল বলে দাবি করেছেন ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার সৈয়দ নূরুল ইসলাম। তিনি বলেন, পোশাকধারীদের পাশাপাশি সাদাপোশাকের সদস্যরাও ছিলেন।

তবে চট্টগ্রামের হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম স্বীকার করেছেন যে, হেফাজতের পূর্বঘোষিত কোনো কর্মসূচি না থাকায় তাদের বিশেষ কোনো নিরাপত্তা আয়োজন ছিল না।

মোদির ঢাকা সফরের বিরোধিতা করে বক্তব্য বিবৃতির পাশাপাশি দুই সপ্তাহ ধরেই মাঠে নামতে শুরু করে বামপন্থি বিভিন্ন সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সাধারণ ছাত্র অধিকার পরিষদ ও কওমি মাদ্রাসাকেন্দ্রিক বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন বিশেষ করে হেফাজতে ইসলাম।

এর মধ্যে গত ১৯ মার্চ জুমার নামাজের পর বায়তুল মোকাররমে কওমিপন্থিদের বিক্ষোভে এক বক্তা প্রকাশ্যে মোদির সফর ঠেকাতে সন্ত্রাস করার হুমকি দেন।

তিনি সেদিন গণমাধ্যমকে বলেন, ‘যদি মোদিকে আসতে দেয়া হয়, তাহলে আমরা সবাই সন্ত্রাসে পরিণত হব। বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। আমরা ওসামা বিন লাদেনের মতো হুংকার দিয়ে উঠব। আমরা কোনো বাধা মানব না। আমরা রাসুলসেনা, ভয় করি না বুলেট বোমা।…বুলেট বোমাকে ভয় করি না আমরা।’

হুমকির পর পুলিশের দুটি সংস্থা নিউজবাংলাকে বলেছে, হুমকিদাতাকে তারা শনাক্তের চেষ্টা করছেন। কিন্তু তারা পারেননি।

মোদি দেশে এলে সন্ত্রাস করে বাংলাদেশকে আফগানিস্তানে পরিণত করার ঘোষণাদাতাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ

এর মধ্যে ২২ মার্চ হেফাজতে ইসলাম ঢাকায় সংবাদ সম্মেলনে এসে বলে, তারা মোদির সফরের বিরোধী, তবে এ নিয়ে কোনো সহিংসতায় তারা জড়াবে না। রাজপথে তাদের কোনো কর্মসূচি নেই।

তবে এই ঘোষণা দেয়া হেফাজত নেতা মামুনুল হক তিন দিন পর বায়তুল মোকাররমে কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভ করে হুমকি দেন। সেদিন তিনি বলেন, ‘নরেন্দ্র মোদির আগমনই হবে সরকারের পতনের ক্ষেত্র৷ যদি সরকার আমাদের দাবি না মানে।’

মোদির সফরের প্রতিক্রিয়ায় রাজপথে না নামার ঘোষণা দেয়ার তিন দিন পর ২৫ মার্চ বায়তুল মোকাররমে কর্মসূচিতে সরকার পতনের ক্ষেত্র প্রস্তুতের ঘোষণা দেন হেফাজত নেতা মামুনুল হক

মামুনুল স্পষ্টত সেদিন হুমকি দিয়েছেন। কিন্তু পুলিশ রাজপথে না নামার ঘোষণায় আশ্বস্ত হয়েছে কি না, সেটা নিয়ে কেউ কিছু বলছে না।

হেফাজতের সদর দপ্তর চট্টগ্রামের হাটহাজারী ও নানান সময় কওমি ছাত্রদের তাণ্ডবে নাম আসা ব্রাহ্মণবাড়িয়ায় নিরাপত্তার আয়োজনে যে ঘাটতি ছিল সেটা স্পষ্ট।

আরও পড়ুন: মামুনুলের দুই মুখ

ঢাকার বায়তুল মোকাররম মসজিদে ধর্মভিত্তিক দলের নেতা-কর্মীদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষের প্রতিক্রিয়ায় জুমার নামাজের পর হেফাজতের সদর দপ্তরের কাছের মাদ্রাসা থেকে মিছিল বের হয়। কর্মীরা সরকারি ডাকবাংলো, স্থানীয় সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে হামলা করে।

সহকারী পুলিশ কমিশনার প্রবীর ফারাবি সরকারি ডাকবাংলোয় থাকতেন। তাকে সেখান থেকে টেনেহিঁচড়ে বের করে পেটানো হয়। সহকারী কমিশনারের (ভূমি) সরকারি গাড়িতেও আগুন ধরিয়ে দেয়া হয়।

এরপর হেফাজত কর্মীরা তেড়ে যায় থানায়। সেখানে পুলিশের ওপর করে হামলা। কাঁদানে গ্যাস ছুড়ে তাদের নিয়ন্ত্রণ করতে না পারার পর গুলি করতে বাধ্য হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গুলিবিদ্ধ আটজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

হেফাজতের পূর্বনির্ধারিত কোনো কর্মসূচি না থাকায় সেভাবে প্রস্তুতি ছিল না বলে জানিয়েছেন হাটহাজারী থানার পরিদর্শক (অপারেশন্স) তৌহিদুল করিম। তিনি নিউজবাংলাকে বলেন, ‘আমরা তো জানতাম না, যে তারা আসছে। কারণ, তাদের পূর্বনির্ধারিত কোনো কর্মসূচি ছিল না। হুট করেই সেটা ঘটেছে। আমরা জানামাত্র প্রতিহত করেছি।’

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘শুক্রবার হাটহাজারীতে কোনো বিক্ষোভ ছিল না। হেফাজতের পক্ষ থেকে কোনো বিক্ষোভের অনুমতিও নেয়া হয়নি। পরিস্থিতি স্বাভাবিক ভেবে আমরাও তেমন নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করিনি। যদি আগে থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকত তাহলে পরিস্থিতি এতটা খারাপ হতো না। আমরা কিছু বুঝে ওঠার আগে আন্দোলনকারীরা পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে।’

শনিবার কী হয়, এ নিয়ে শঙ্কার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও বিজিবির কঠোর অবস্থানের কারণে মাদ্রাসাছাত্ররা তাদের প্রতিষ্ঠানের সামনে মহাসড়ক ছাড়া আর কোথাও যেতে পারেনি।

তাণ্ডবের দিন নিরাপত্তার আয়োজন না রাখলেও পর দিন চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা এলাকায় ব্যারিকেড দিয়ে হেফাজত কর্মীদের ঠেকিয়ে রাখে পুলিশ

মাদ্রাসা থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত এক কিলোমিটার রাস্তাজুড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে। আছে বিজিবিও।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘উপর মহলের নির্দেশে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।’

মাদ্রাসাছাত্রদের মধ্যে একজোট হয়ে সহিংসতার অতীত ইতিহাস থাকলেও স্পষ্টত অরক্ষিত ছিল ব্রাহ্মণবাড়িয়াও।

হেফাজত সমর্থকরা দল বেঁধে গিয়ে হামলা চালায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে। তারা স্টেশনের বিভিন্ন স্থাপনার পাশাপাশি রেললাইনে আগুন দেয়।

তাদের মারমুখী অবস্থানের কারণে রেলের কর্মীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে যেতে পারেনি। প্রস্তুতি না থাকায় পুলিশও সেভাবে কোনো ব্যবস্থা নিতে পারেনি।

আরও পড়ুন: মোদিবিরোধী বিক্ষোভ: ‘আমরা হব তালেবান, বাংলা হবে আফগান’

বিকেলে যখন রেলস্টেশন জ্বলছিল, তখন হেফাজত কর্মীরা হামলে পড়ে পুলিশ সুপারের কার্যালয়ে। পরে পুলিশ গুলি চালিয়ে তাদের প্রতিহত করে।

জেলা মৎস্য অধিদপ্তর, আনসার ক্যাম্প গিয়ে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়।

আগুনে পুলিশ সুপার কার্যালয়ের পাঁচটি গাড়ির সিলিন্ডার বিস্ফোরিত হয়।

মৎস্য অধিদপ্তরের গ্যারেজের ভেতর আগুনের কারণে অফিসের আইটি কক্ষের তিনটি কম্পিউটার, প্রিন্টারসহ যাবতীয় আসবাব পুড়ে যায়।

শহরের বিভিন্ন এলাকায় হামলার পরদিন ব্রাহ্মণবাড়িয়া সদরে পুলিশ-র‌্যাবের পাশাপাশি মোতায়েন করা হয় বিজিবি। বিক্ষোভের হুমকি দিয়েও এ দিন মাঠে নামেনি মাদ্রাসাছাত্ররা

শনিবার হেফাজতের আবার বিক্ষোভের ডাককে ঘিরে শহরবাসীর মধ্যে উদ্বেগ থাকলেও এবার নিরাপত্তার ব্যাপক আয়োজনে মাদ্রাসা ছাত্ররা আর বের হয়নি।

তবে বিকেলে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা মিছিল নিয়ে একটি মাদ্রাসার সামনে গেলে সেখান থেকে ছাত্ররা বের হয়ে এসে সংঘর্ষে জড়ায়। পরে মাদ্রাসাছাত্ররা সড়ক অবরোধ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ সময় গুলিতে পাঁচজন নিহত হয়।

এ বিভাগের আরো খবর