বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নৈরাজ্য করলে গণধোলাই: জয়

  • মনিরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি    
  • ২৭ মার্চ, ২০২১ ২২:৫৭

ছাত্রলীগ সভাপতি বলেন, ‘আপনারা প্রতিটি ইউনিট যার যার এলাকায় থাকবেন। যেখানেই নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হবে সেখানেই আপনারা তাদের গণধোলাই দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন৷’

হেফাজতে ইসলামের ডাকা হরতালকে কেন্দ্র করে কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তাদের গণধোলাই দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়।

শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আয়োজিত সমাবেশে এ নির্দেশ দেন তিনি।

ছাত্রলীগ সভাপতি বলেন, ‘আপনারা প্রতিটি ইউনিট যার যার এলাকায় থাকবেন। যেখানেই নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হবে সেখানেই আপনারা তাদের গণধোলাই দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিবেন৷’

‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে স্বাধীনতা বিরোধী অপশক্তি কর্তৃক দেশব্যাপী নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে’ এই সমাবেশ আয়োজন করা হয়।

জয় বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। ইসলামকে পুঁজি করে যদি কেউ অপরাজনীতি বা বিশৃঙ্খলা করতে চায় তাহলে আমরা ছাত্রলীগ তাদের কোনোভাবে ছাড় দিব না।’

মোদি বিরোধী বক্তব্যের পর বায়তুল মোকাররম থেকে শুরু হয় সংঘর্ষ। ছবি: সাইফুল ইসলাম

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তার এই সফরের বিরোধিতা করে শুক্রবারই জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিক্ষোভ করে কয়েকটি ধর্মভিত্তিক সংগঠনের নেতাকর্মীরা। এ নিয়ে তাদের সঙ্গে সংঘর্ষ হয় সরকার সমর্থক ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের। এক পর্যায়ে পুলিশের সঙ্গেও মোদির সফরবিরোধীদের সংঘর্ষ হয়।

জাতীয় মসজিদের এই ঘটনার জেরে চট্টগ্রামের হাটহাজারীতে রক্তক্ষয়ী সংঘর্ষে মারা যান চার জন। একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে ব্রাহ্মণবাড়িয়ায়। মাদ্রাসাছাত্রদের সঙ্গে সংঘর্ষ হয় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায়ও।

এসব ঘটনার পর শুক্রবার রাতে সংবাদ সম্মেলন করে শনিবার সারাদেশে বিক্ষোভ ও রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম।

এমন প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে শুক্রবার রাতেই সারাদেশে বিজিবি মোতায়েন করা হয়।

চট্টগ্রামের হাটহাজারীতে সংঘর্ষে আহত একজনকে হাসপাতালে নেয়া হচ্ছে। ছবি: নিউজবাংলা

তবে শনিবার সন্ধ্যায়ও ব্রাহ্মণবাড়িয়ায় সরকার সমর্থকদের সঙ্গে স্থানীয় মাদ্রাসাছাত্রদের সংঘর্ষে নিহত হয়েছেন আরও পাঁচ জন।

শনিবারের প্রতিবাদ সমাবেশে ছাত্রলীগ সভাপতি বলেন, ‘পাকিস্তানিদের নিশ্চিহ্ন করতে ৭১ সালে আমরা অস্ত্র হাতে তুলে নিয়েছিলাম৷ আবার যদি সে সময় আসে পাকিস্তানি প্রেতাত্মাদের নিশ্চিহ্ন করার জন্য আমরা প্রস্তুত আছি ৷ ছাত্রলীগ কোনো রক্তচক্ষুকে ভয় পায় না।’

তিনি বলেন, ‘গত কয়েকদিন পুলিশের ওপর যেভাবে হামলা হয়েছে, আমরা বুঝে গেছি জামাত-শিবির মাঠে নেমেছে৷ শিবিরকে উদ্দেশ করে বলছি, তোদের চক্ষু লজ্জা নেই। তোরা নামসর্বস্ব সংগঠনে পরিণত হয়েছিস। তোরা যদি বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করতে চাস, বাংলাদেশ ছাত্রলীগ একমাত্র সংগঠন তোদের প্রতিহত করতে পারবে৷ তোদেরকে প্রতিহত করতে আমরা ছাত্রলীগই যথেষ্ট।’

ব্রাহ্মণবাড়িয়ায় রেল স্টেশন পুড়িয়ে দেয় হামলাকারীরা। ছবি: নিউজবাংলা

মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্দেশে আল নাহিয়ান খান জয় বলেন, ‘ধর্মকে পুঁজি করে যারা ব্যবসা করছে তাদের কথা শুনবেন না। ধর্মকে শান্তির জায়গায় রেখে আপনারা এগিয়ে যান। আমরা আপনাদের পাশে থাকব৷ কিন্তু বিশৃঙ্খলাকারীদের নিয়ে আপনারা এগিয়ে যাবেন না। আমরা কথা দিচ্ছি, আপনাদের পাশে আমরা আছি।’

তিনি বলেন, ‘কেউ যদি আপনাদের বেতের ভয় দেখিয়ে মাঠে নামানোর চেষ্টা করে ছাত্রলীগকে বলুন। আমরা তাদের প্রতিহত করতে প্রস্তুত আছি৷’

বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে জয় বলেন, ‘যারা জাতির পিতার ভাস্কর্যে আঘাত হানে তাদেরকে চিহ্নিত করতে হবে৷ তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানেই পিটায়ে তক্তা বানিয়ে দেয়া হবে৷ ছাত্রলীগের প্রতিটি ইউনিট ঐক্যবদ্ধ আছে৷ সকলে ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ হারাতে পারবে না।’

সমাবেশে মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়, মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷

এ বিভাগের আরো খবর