বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মোদির সঙ্গে বৈঠকে তিস্তা নিয়ে জোর হাসিনার

  •    
  • ২৭ মার্চ, ২০২১ ২১:৪৭

পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেন, ‘তিস্তা চুক্তি আমাদের খুব দরকার। আমাদের দেশের একটা অঞ্চল পানির অভাবে মরুভূমি হয়ে যাচ্ছে। আমাদের পানির দরকার। কিন্তু মোদি কিছু বলেননি। তবে তারা বলেছেন, তাদের কিছু সমস্যা আছে। দ্রুত এ সমস্যা সমাধানে আগ্রহী ও আন্তরিক তারা।’

বাংলাদেশ সফরে বাণিজ্যিক বাধা দূরীকরণসহ পাঁচটি সমঝোতা স্মারকে সই করলেও তিস্তা ইস্যুতে চুপ থেকেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিস্তা ইস্যুটি অনির্ধারিত থাকলেও বিষয়টিতে জোর দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতের প্রধানমন্ত্রীর দুই দিনের সফর নিয়ে শনিবার হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এসে এমনটি জানান পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

তিনি বলেন, ‘তিস্তা চুক্তি আমাদের খুব দরকার। আমাদের দেশের একটা অঞ্চল পানির অভাবে মরুভূমি হয়ে যাচ্ছে। আমাদের পানির দরকার। কিন্তু মোদি কিছু বলেননি। তবে তারা বলেছেন, তাদের কিছু সমস্যা আছে। তারা দ্রুত এ সমস্যা সমাধানে আগ্রহী ও আন্তরিক।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নরেন্দ্র মোদির কাছে আমাদের প্রধানমন্ত্রী তিস্তা নিয়ে জানতে চেয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী মোদিকে বলেছেন, আমরা বহু বছর আগে তিস্তা বিষয়ে সমাঝোতায় পৌঁছেছি, কিন্তু এখনো বাস্তবায়ন হচ্ছে না। তিস্তার বিষয়ে এই দেশের মানুষের অন্যরকম আকাঙ্ক্ষা রয়েছে। এই বিষয়ে আপনি (নরেন্দ্র মোদিকে শেখ হাসিনা) বিশেষ উদ্যোগ নিন।’

তিনি জানান, তিস্তা চুক্তি দ্রুত সইয়ে ভারত আন্তরিকভাবে অঙ্গীকারবদ্ধ বলে তারা জানিয়েছেন। তবে এ জন্য কোনো নির্দিষ্ট সময় ভারত জানায়নি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শুধু তিস্তা নয়, ছয়টি যৌথ নদীর ন্যায্য হিস্যার বিষয় আমাদের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর কাছে জোরালভাবে উপস্থাপন করেছেন। জবাবে ভারতের প্রধানমন্ত্রী জানিয়েছেন, চুক্তিটি দ্রুত স্বাক্ষরে ভারত আন্তরিকভাবে অঙ্গীকারবদ্ধ। এ বিষয়ে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’

এ বিভাগের আরো খবর