বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সফর শেষে ঢাকা ছাড়লেন মোদি

  •    
  • ২৭ মার্চ, ২০২১ ২১:১৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে করে শনিবার রাত ৯টার দিকে দিল্লির উদ্দেশে উড়াল দেন ভারতের প্রধানমন্ত্রী।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশে দুই দিনের সফর শেষে দেশের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে করে শনিবার রাত ৯টার দিকে দিল্লির উদ্দেশে উড়াল দেন তিনি।

বিদায়ের আগে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় সরকার প্রধান।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগে বিকেল পাঁচটার দিকে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকে বসেন মোদি।

এ সময় দুই সরকার প্রধানের উপস্থিতিতে পাঁচটি সমঝোতা স্বাক্ষরিত হয়।

সমঝোতাগুলো-

০১. দুর্যোগ ব্যাবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা

০২. দুই দেশের জাতীয় ক্যাডেট কোরের মধ্যে পারস্পরিক সহযোগিতা

০৩. বাণিজ্যিক বাধা দূরীকরণে সহযোগিতা

০৪. তথ্যপ্রযুক্তিগত সহযোগিতা

০৫. রাজশাহী কলেজ মাঠে ক্রীড়া সুযোগ তৈরি।

এছাড়া ঢাকা-চিলাহাটি-নিউ জলাপাইগুড়িতে মিতালী এক্সপ্রেস ট্রেন ও কুষ্টিয়া শিয়ালদহের কুঠিবাড়িতে রবীন্দ্র ভবনের উন্নয়ন কাজের উদ্বোধন করেন দুই দেশের সরকার প্রধান।

মুক্তিযুদ্ধে শহিদ ভারতীয় মিত্রবাহিনীর সদস্যদের সম্মানে আশুগঞ্জে নির্মিতব্য স্মৃতিসৌধের ভিত স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ বিতরণ প্রক্রিয়া, মুজিবনগর থেকে ভারতের নদীয়া পর্যন্ত স্বাধীনতা সড়ক, বাংলাদেশের সুনামগঞ্জ, সিলেট ও ভারতের মেঘালয় সীমান্তে তিনটি নতুন সীমান্ত হাটের উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী।

এ সময় ভারতে উৎপাদিত করোনাভাইরাস প্রতিরোধী কোভিশিল্ড টিকার ১২ লাখ ডোজ এবং ১০৯টি অ্যাম্বুলেন্স বাংলাদেশ সরকারকে উপহার হিসেবে হিসেবে দেয়া হয়।

এ বিভাগের আরো খবর