ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের হরতালের আগের দিন রাজধানীর মালিবাগে একটি যাত্রীবোঝাই বাসে আগুন লেগেছে। বাস থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন যাত্রীর সামান্য আঘাত পেয়েছেন।
নানা সময় এই ধরনের কর্মসূচির আগে হরতাল-সমর্থকদের বিরুদ্ধে এই ধরনের আগুন দেয়ার অভিযোগ এলেও এই ঘটনাটি তেমন নয় বলে জানিয়েছে পুলিশ।
শনিবার দুপুর দেড়টার দিকে মালিবাগ রেলগেট পুলিশ বক্সের সামনে তুরাগ পরিবহনের বাসটিতে আগুন লেগে যায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাতিরঝিল থানা-পুলিশ জানিয়েছে, বাসের পেছন দিকে ওয়্যারিংয়ে আগুন লাগে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ নিউজবাংলাকে বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, ওয়্যারিং থেকে আগুন লাগে। এ ছাড়া অন্য কিছু আছে কি না, তা-ও খতিয়ে দেখছি।’
তবে রোববারের হরতালকে কেন্দ্র করে কোনো নাশকতার জন্য আগুন দেয়া হয়েছে ভেবে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তাড়াহুড়ো করে নেমে যান তারা।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে, আশপাশের লোকজন মিলেই আগুন নিভিয়ে ফেলে।
শুক্রবার চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সরকারি স্থাপনায় হামলার পর পুলিশের গুলিতে পাঁচজনের প্রাণহানির ঘটনায় রোববার হরতাল ডেকেছে ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। হরতালে ঢাকা এবং আন্তজেলা রুটে বাস চালানোর ঘোষণা দিয়েছে পরিবহন মালিকদের সমিতি।