করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুবুর রহমান মারা গেছেন।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৫টা ২৫ মিনিটে তার মৃত্যু হয়।
সুপ্রিম কোর্টের মুখপাত্র সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এক সপ্তাহ আগে মাহবুব করোনায় আক্রান্ত হয়ে হাসপাতাল ভর্তি হন।
মাহবুবুর রহমান হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুবের বাবা। তার জানাজা বাদ আসর বারিধারা মসজিদে হবে। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
মাহবুবুর রহমান ১৯৮৪ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত এরশাদ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রী এবং ১৯৮৬ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত শিক্ষামন্ত্রী ছিলেন।
তিনি ১৯৯৬ সালে জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগ দেন।
২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে মাহবুবুর রহমান নোয়াখালী-৩ (চাটখিল) আসনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
২০০৮ সালে তিনি আবার জাতীয় পার্টিতে ফিরে যান।