ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরবিরোধী বিক্ষোভে পুলিশের ওপর হামলা মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদের ৩০ সমর্থককে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। তারা সবাই সংগঠনটির সাবেক নেতা ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সমর্থক।
শুক্রবার ঢাকার মুখ্য মহানগর আদালতের হাকিম বেগম ইয়াসমিন আরা এই রিমান্ড আদেশ দেন।
আসামিদের জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েতউদ্দিন হিরন। রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম, খাদেমুল ইসলাম ও তৌফিক শাহরিয়ার।
শুনানি শেষে দুই দিনের রিমান্ড দেন বিচারক। আসামিদের মধ্যে একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়া হয়েছে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী মোদির আগমনের প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানী শাপলা চত্বরে বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ নেতা-কর্মীরা।
সংঘর্ষের সময় ৩১ জনকে আটক করা হয়। পরে পুলিশের ওপর হামলার অভিযোগে মতিঝিল থানায় বাহিনীটির করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। মামলাটিতে মোট আসামি করা হয়েছে ৫০ জনকে। এতে আসামি করা হয়েছে ছাত্র অধিকার পরিষদের নেতা রাশেদ খান, ফারুক হাসানকেও।