বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

যে জাদুঘর সাধারণ মানুষের টাকায় গড়া

  •    
  • ২৬ মার্চ, ২০২১ ০৮:৫৫

১০ হাজার টাকায় প্রতীকী ইট কিনতে দেশবাসীর প্রতি আহ্বান জানায় মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষ। সাড়া দিয়ে হাজারের বেশি প্রতীকী ইট কিনে নেয় স্কুলশিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে ২৫ বছর আগে সেগুনবাগিচায় ছোট্ট পরিসরের একটি ভাড়া বাড়িতে একেবারে ব্যক্তি পর্যায়ের উদ্যোগে যাত্রা শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ জাদুঘরের।একেবারে সূচনালগ্নে বহু মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন স্মৃতিরক্ষার এই উদ্যোগে। ছোট-বড় নানা সহযোগিতা এই প্রতিষ্ঠানটিকে সার্থকতা দিয়েছিল যাত্রার শুরুর দিন থেকেই।এরপর আগারগাঁওয়ে স্থায়ী ভবন নির্মাণে তহবিল সংগ্রহের জন্য ১০ হাজার টাকায় প্রতীকী ইট কিনতে দেশবাসীর প্রতি আহ্বান জানায় মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষ। এই আহ্বানে সাড়া দিয়ে হাজারের বেশি প্রতীকী ইট কিনে নেয় স্কুলশিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

আগারগাঁওয়ে প্রায় তিন বিঘা জায়গার ওপর তিনটি বেজমেন্ট ও পাঁচটি ফ্লোর নিয়ে জাদুঘরের স্থায়ী ভবন নির্মাণে ব্যয় হয় শত কোটি টাকার বেশি, যার অর্ধেকের জোগান আসে এসব সাধারণ মানুষের কাছ থেকেই।

এভাবেই বাংলাদেশের অগণিত মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতির ধারক ও বাহক হয়ে ওঠার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।নির্মাণ কাজ ও আনুসঙ্গিক প্রস্তুতি শেষ হওয়ার পর ২০১৭ সালের ১৬ এপ্রিল মুক্তিযুদ্ধ জাদুঘরের অত্যাধুনিক ও নান্দনিক স্থাপত্যশৈলীর ভবনটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই জাদুঘরে চারটি স্থায়ী গ্যালারি আছে। যার প্রতিটির আয়তন ২১ হাজার স্কয়ার ফুট। চারটি গ্যালারিতে তুলে ধরা হয়েছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের নানা দিক, স্মৃতিচিহ্ন; সেখানে ফুটিয়ে তোলা হয়েছে বাঙালি জাতির হাজার বছরের এবং মুক্তিযুদ্ধের সময়ের মূল্যবোধের নানা দিক।

দুটি অস্থায়ী গ্যালারিও রয়েছে জাদুঘরে, যার একটিতে কোনো গ্যালারিতে স্থান না পাওয়া স্মৃতিস্মারক রাখা হয়েছে। আরেকটিতে আছে পৃথিবীর নানা দেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস।

কথা হয় মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি মফিদুল হকের সঙ্গে। নিউজবাংলাকে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ জাদুঘর ট্রাস্টি বোর্ড স্থায়ী ভবন নির্মাণের সময় একটি সিদ্ধান্ত নিয়েছিল যে, স্বদেশের অর্থায়নেই এই জাদুঘর নির্মিত হবে। যে কারণে নতুন ভবন নির্মাণের জন্য কোনো বিদেশি সহযোগিতা নেয়া হয়নি। এই কাজে দেশের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করাই ছিল আমাদের লক্ষ্য।’

এ ব্যাপারে জাদুঘরের ব্যবস্থাপক (কর্মসূচি) রফিকুল ইসলাম জানান, ‘মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টিরা প্রথম থেকেই সচেষ্ট ছিলেন প্রতিষ্ঠানটিকে সার্বজনীন করে তুলতে। যে কারণে তারা সবসময় জাদুঘরের সঙ্গে জনসাধারণের একটি যোগসূত্র তৈরির চেষ্টা অব্যাহত রেখেছেন। এভাবেই মূল্যবান স্মারক থেকে শুরু করে বিপুল অর্থদানের ভেতর দিয়ে জনগণ এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছে। দেহাবশেষ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের ব্যবহৃত সামগ্রী, অস্ত্র, দলিল, চিঠিপত্র ইত্যাদি মিলিয়ে ১৭ হাজারের বেশি নিদর্শন এখন এই জাদুঘরের সংগ্রহে আছে।’

মুক্তিযুদ্ধ জাদুঘর প্রচলিত ধারার কোনো জাদুঘর নয়। এখানে নানা আয়োজনের ভেতর দিয়ে মুক্তিযুদ্ধের বহুমাত্রিক কর্মযজ্ঞ তুলে ধরা হয়েছে। এ কাজেও বিভিন্ন সময় সহায়তার উন্মুক্ত হাত বাড়িয়ে দিয়েছেন দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী ও শিল্পীরা।

এভাবেই সময় পরিক্রমায় মুক্তিযুদ্ধ জাদুঘর পরিণত হয়েছে মুক্তিযুদ্ধের সর্ববৃহৎ সংগ্রহশালায়। এর মধ্যে শহীদ ও মুক্তিযোদ্ধাদের অমূল্য স্মারকের বাইরেও আছে একাত্তরের দেশ-বিদেশের সংবাদপত্র এবং জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের অবমুক্ত দলিলাদি।

এসবের বাইরে নতুন প্রজন্মের মনে মুক্তিযুদ্ধের চেতনা জাগিয়ে রাখা এবং যুদ্ধের ইতিহাসের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিতে কিছু কর্মসূচিও চালিয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর। এর মধ্যে অন্যতম মুক্তিযুদ্ধের কথ্য ইতিহাস সংগ্রহ।

জাদুঘরের ব্যবস্থাপক রফিকুল ইসলাম জানান, ২০০৯ সাল থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় দেশের প্রতিটি জেলার স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা নিজ নিজ এলাকার মুক্তিযোদ্ধা, যুদ্ধে হতাহতের শিকার পরিবারের সদস্য, স্বজন ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা শুনে লিখে পাঠিয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘরে। এতে ৬৪ জেলার ১৫ হাজার স্কুলের ১ লাখের বেশি শিক্ষার্থী ৪০ হাজারের বেশি প্রত্যক্ষদর্শীর ভাষ্য লিখে পাঠিয়েছে। যা সংরক্ষিত আছে মুক্তিযুদ্ধ জাদুঘরে।

এ ছাড়া ১৯৯৭ সাল থেকে চালু হওয়া আউটরিচ কর্মসূচির আওতায় মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জাদুঘরে আনা হয়। তারা জাদুঘর পরিদর্শন করে। একটি করে প্রামাণ্যচিত্র দেখানো হয়। কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। বিজয়ীদের পুরস্কার দেয়া হয়। এই কর্মসূচিতেও সব মিলিয়ে হাজারখানেক স্কুলের দুই লাখের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে। এর সঙ্গে আছে জেলায় জেলায় ঘুরে ভ্রাম্যমাণ জাদুঘরের কার্যক্রম।

আধুনিক সময়ের সহযাত্রী

এদিকে সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গেও নিজেদের খাপ খাইয়ে নিচ্ছে জাদুঘর কর্তৃপক্ষ। অন্যতম ট্রাস্টি মফিদুল হক যেমন বললেন, ‘আমাদের প্রোগ্রামগুলো এখন সব অনলাইনে চলে যাচ্ছে। এতে করে নাম্বার অব ভিউয়ার বেড়েছে। একটা প্রদর্শনী করলে আগে যে পরিমাণ দর্শক হতো, তা অনেক বেড়েছে। কিন্তু আবার আমরা পারসন টু পারসন কন্ট্রাক্টটা মিস করছি। ওটাও খুব গুরুত্বপূর্ণ। তাই ভবিষ্যতে দুটোই থাকবে।’

এ ছাড়া কিছু দিনের মধ্যেই ঘরে বসে জাদুঘরের বিভিন্ন স্মারক ও কার্যক্রম পরিদর্শনের জন্য ভার্চুয়াল ট্যুর চালু করার পরিকল্পনার কথাও জানান মফিদুল হক। বলেন, ‘যে কোনো ধরনের জাদুঘরের জন্য কমিউনিটি ইনভলবমেন্টটা খুব গুরুত্বপূর্ণ। তাই আমরা সব সময়ই এ ব্যাপারে সচেষ্ট থাকার চেষ্টা করেছি। যার ফলাফল হিসেবেই হয়তো একটা ছোট্ট পরিসর থেকে মুক্তিযুদ্ধ জাদুঘর আজ একটা মহিরুহে পরিণত হয়েছে।’

একই সঙ্গে ১৯৯৬ সালে যে ভাবনা থেকে এমন একটা জাদুঘর নির্মাণের স্বপ্ন তারা দেখেছিলেন, সে বিষয়েও কথা বলেন এই লেখক। বলেন, ‘তখন তো একটা কৃষ্ণ সময়। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ঠিকঠাক পৌঁছাচ্ছিল না। ইতিহাস সংরক্ষণেরও কোনো কাজ হচ্ছিল না। সে জন্যই আমাদের মনে হয়েছিল, এই চাহিদাতো কোনো সরকার পূরণ করতে পারবে না। সবা বিভ্রান্তির মধ্যেই থাকবে। তখন মনে হয়েছিল একটা উদ্যোগ যদি নেয়া যায় সমাজের পক্ষে, নাগরিকদের পক্ষে।’ গত ২২ মার্চ মুক্তিযুদ্ধ জাদুঘরের ২৫ বছর পূর্তি উপলক্ষে লেখা এক নিবন্ধে প্রতিষ্ঠানটির বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন আরেক ট্রাস্টি সারওয়ার আলী। সেখানে তিনি দেখিয়েছেন কীভাবে নানা প্রতিকূলতা অতিক্রম করে আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে এমন একটা অসাধ্য সাধন করেছেন তারা।

সারওয়ার আলী লিখেছেন, ‘মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠার কয়েক বছর পর ব্রিটিশ হাইকমিশনের একজন ইতিহাসবিদ কর্মকর্তা জাদুঘর পরিদর্শনের পর এক গবেষণা প্রতিবেদনে জানান, বিশ্বের বহু দেশে বেসরকারি উদ্যোগে উৎসাহী ব্যক্তিরা জাদুঘর প্রতিষ্ঠা করেন, কিন্তু বহু ক্ষেত্রে প্রাথমিক উৎসাহে ভাটা পড়ে এবং অর্থাভাবে এ ধরনের জাদুঘর পাঁচ বছরের বেশি টেকে না। অধিকাংশ জাদুঘর বিত্তশালীদের ট্রাস্ট ফান্ড ও নিবেদিতপ্রাণ ট্রাস্টি ও কর্মকর্তাদের ওপর নির্ভরশীল। তদুপরি চ্যালেঞ্জ রয়েছে, বাংলাদেশে মতাদর্শগত কারণে সমাজে বিভক্তি গভীর ও বিস্তীর্ণ। সরকার পরিবর্তন হলে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত ও পরিবর্তিত হয়। এ সত্য মেনেও মুক্তিযুদ্ধ জাদুঘর তার ২৫ বছর পূর্ণ করছে।’

এ বিভাগের আরো খবর