বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সুবর্ণজয়ন্তীতে ইমরানের শুভেচ্ছা, নেই ৭১ প্রসঙ্গ

  •    
  • ২৫ মার্চ, ২০২১ ২৩:৩১

১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে পাকিস্তানি শাসন থেকে মুক্ত হয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ নিশ্চিত হয় ওই বছরের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনীর নিঃশর্ত আত্মসমর্পণের মধ্য দিয়ে আত্মপ্রকাশ নিশ্চিত হয় বাংলাদেশের। এই যুদ্ধে অকল্পনীয় গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, ধ্বংসযজ্ঞের কারণে পাকিস্তানের প্রতি বিরূপ প্রতিক্রিয়া আছে বাংলাদেশের। এর জন্য বাংলাদেশের কাছে পাকিস্তানের ক্ষমা চাওয়ার দাবি আছে। তবে চিঠিতে ক্ষমার দাবির বিষয়ে কিছুই উল্লেখ করেননি ইমরান।

যার কবল থেকে মুক্ত হয়ে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে, দেশের ৫০ বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়েছে সেই পাকিস্তান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নের আগ্রহের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

শেখ হাসিনা চিঠি পাঠানোর দুই দিন পর বৃহস্পতিবার পাকিস্তানি সরকার প্রধান পাল্টা এই চিঠি পাঠান বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

এই চিঠিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের জনগণকে অভিনন্দনও জানান ইমরান।

১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে পাকিস্তানি শাসন থেকে মুক্ত হয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ নিশ্চিত হয় ওই বছরের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনীর নিঃশর্ত আত্মসমর্পণের মধ্য দিয়ে আত্মপ্রকাশ নিশ্চিত হয় বাংলাদেশের।

এই যুদ্ধে অকল্পনীয় গণহত্যা, ধর্ষণ, নির্যাতন, ধ্বংসযজ্ঞের কারণে পাকিস্তানের প্রতি বিরূপ প্রতিক্রিয়া আছে বাংলাদেশের। এর জন্য বাংলাদেশের কাছে পাকিস্তানের ক্ষমা চাওয়ার দাবি আছে।

তবে চিঠিতে ক্ষমার দাবির বিষয়ে কিছুই উল্লেখ করেননি ইমরান। পাশাপাশি বাংলাদেশের সম্পদের হিস্যার বিষয়েও কিছু বলেননি ইমরান।

১৯৭১ সালে খুলনার চুকনগরে ভয়াবহ গণহত্যা চালায় পাকিস্তান সেনাবাহিনী ও তাদের দেশীয় সহযোগীরা। ছবি: জেনোসাইড বাংলাদেশ

এই দুটি বিষয়ের বিষয়ে নীরব থেকে ইমরান বলেছেন, দুই দেশ একই রকম বিশ্বাস, ইতিহাস, ঐহিত্য ও অভিন্ন স্বার্থ রয়েছে এবং এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে চান তিনি।

শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়ে ইমরান বলেন, তিনি আশা করছেন ওই সফরে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছবে।

এর আগে ২৩ মার্চ পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ইমরান খানকে শুভেচ্ছা জানিয়ে চিঠি লেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ যে আগ্রহ দেখাচ্ছে তাতে পাকিস্তানও যে বাদ নয়, করোনাভাইরাসে আক্রান্ত ইমরান খানকে পাঠানো চিঠিতে সে বার্তা দেন বঙ্গবন্ধুকন্যা।

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে বাংলাদেশ। তাতে দক্ষিণ এশিয়ার পাঁচ দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে দাওয়াত করলেও পাকিস্তানকে আমন্ত্রণ জানায়নি বাংলাদেশ।

অনুষ্ঠানে যোগ দিতে এরই মধ্যে মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মেদ সোলিহ, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারি,ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং বাংলাদেশ সফর করেছেন।

২৬ মার্চ সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে।

এ বিভাগের আরো খবর