বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এক মিনিটের ব্ল্যাক আউটে কালরাত স্মরণ

  •    
  • ২৫ মার্চ, ২০২১ ২৩:১০

১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রির গণহত্যা বিশ্বের একটি কালো অধ্যায়। সেদিন পাকিস্থানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির স্বাধীনতার স্বপ্ন নস্যাৎ করতে ভারী অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এই দিনটি ২০১৭ সাল থেকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আর রাত ৯ টায় এক মিনিটের জন্য বন্ধ রাখা হয় বৈদ্যুতিক আলো।

১৯৭১ সালের ২৫ মার্চ বাঙালি নিধনে পাকিস্তানি সেনাবাহিনীর অপারেশন সার্চ লাইটের স্মরণে এক মিনিট বাতি বন্ধ রেখে শহিদদের স্মরণ করল বাংলাদেশ।

২০১৭ সাল থেকে এই দিনটিকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছে সরকার। প্রতি বছর রাত ৯ টা থেকে এক মিনিট বৈদ্যুতিক বাতি বন্ধ রেখে শোক পালন করা হয়।

সরকারি আদেশে বৃহস্পতিবার রাতেও এই কর্মসূচি পালন করা হয়।

তবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা কি পয়েন্ট ইনস্টলেশন- কেপিআই, জরুরি সেবাদান প্রতিষ্ঠান, হাসপাতাল ও চলমান যানবাহন এ কর্মসূচির বাইরে থাকে।

এক মিনিট ব্ল্যাক আউটের সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, বিদ্যুৎ বিভাগ, তথ্য মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদপ্তর, সব জেলা প্রশাসক ও সব উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এর আগে সরকারি এক বিজ্ঞপ্তিতে গণহত্যা দিবসে এক মিনিট ব্ল্যাক-আউট কর্মসূচি বাস্তবায়ন করতে বলা হয়। একইসঙ্গে ২৫ মার্চ রাতে সকল আলোকসজ্জা বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়।

১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রির গণহত্যা বিশ্বের একটি কালো অধ্যায়। সেদিন পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির স্বাধীনতার স্বপ্ন নস্যাৎ করতে ভারী অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে।

১৯৭১ সালের ২৫ মার্চ নিরস্ত্র মানুষের গণহত্যা চালায় পাকিস্তানি সেনাবাহিনী। ছবি: ইন্টারনেট

এই রাতটি একই সঙ্গে বাঙালির শোক ও গর্বের রাত। কারণ, এই অপারেশন শুরুর পর প্রথম প্রহরেই ঘোষণা করা হয় বাংলাদেশের স্বাধীনতা।

সে সময়ের সীমান্তরক্ষী বাহিনী ইস্ট পাকিস্তান রাইফেলস, ইপিআরের ওয়্যারলেসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন বাংলাদেশের স্বাধীনতা। শুরু হয় প্রতিরোধ যুদ্ধ।

চার বছর ধরে এই দিনটি পালন করে এই দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের চেষ্টা করা হচ্ছে। আন্তর্জাতিকভাবে অন্য একটি দিন গণহত্যা দিবস হিসেবে পালন করা হয়।

এ বিভাগের আরো খবর