ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র ও যুব অধিকার পরিষদ। এ সময় সংগঠনের নেতা-কর্মীরা মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও তার সঙ্গীদের ওপর হামলা করেন। তখন উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ওই ঘটনারই কয়েকটি ছবি নিচে দেয়া হলো।
সড়কের ধারের হকারদের বেঞ্চ হাতে পুলিশের দিকে তেড়ে যাচ্ছেন নুরের সংগঠনের এক কর্মী। ছবি: সাইফুল ইসলাম
ডাব বিক্রেতাদের হাত থেকে পণ্য ছিনিয়ে সেটি দিয়েও পুলিশের ওপর হামলা করে নুর সমর্থকরা। ছবি: সাইফুল ইসলাম
পুলিশের এক সদস্যকে মারতে দেখা যায় যুব অধিকার পরিষদের এক কর্মীকে। ছবি: সাইফুল ইসলাম
পুলিশ সদস্য নিজেকে আত্মরক্ষার চেষ্টা করেন। ছবি: সাইফুল ইসলাম
মারের একপর্যায়ে পুলিশ সদস্য মাটিতে পড়ে গেলে দুই যুবক তাকে রক্ষা করার চেষ্টা করেন। ছবি: সাইফুল ইসলাম
পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর রাস্তায় বেঞ্চ এনে আগুন ধরিয়ে দেয়া হয়। ছবি: সাইফুল ইসলাম
সংঘর্ষের পর পুরো এলাকা ফাঁকা হয়ে যায়, রাস্তায় আগুন জ্বলতে থাকে। ছবি: সাইফুল ইসলাম
ছাত্র ও যুব অধিকার পরিষদের কর্মসূচিতে যোগ দেয় শিশু বক্তা হিসেবে পরিচিত ধর্মীয় বক্তা রফিকুল ইসলাম মাদানীও। তাকে আটক করলেও পরে ছেড়ে দেয় পুলিশ। ছবি: সাইফুল ইসলাম