ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের সমর্থকরা হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, বৃহস্পতিবার সকালে মতিঝিলে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক এক আসামিকে ছিনিয়ে নিতে বেলা আড়াইটার দিকে দ্বিতীয় এই হামলা হয়। এসময় পল্টন থানার উপপরিদর্শক রায়হান কবিরকে কিল ঘুষি মেরে তার কাছ থেকে আসামি ছিনিয়ে পালিয়ে যায় অন্তত ২০ জনের একটি দল।
রায়হান কবির নিউজবাংলাকে জানান, আসামির নাম আবুল কালাম। মতিঝিলে পুলিশের উপর হামলার ঘটনায় বেলা সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়েছিল।
‘পুলিশ হেফাজতে থাকাকালে আবুল কালাম অসুস্থবোধ করলে আমিসহ দুইজন ফোর্স নিয়ে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। আড়াইটার দিকে জরুরি বিভাগে চিকিৎসা শেষে বের হতেই নুর সমর্থকরা আমাদের উপর হামলা করে।
‘আমাকে কিল ঘুষি মারতে থাকলে এক পর্যায়ে আসামি আমাদের হাতছাড়া হয়ে দৌড়ে পালিয়ে যায়। হামলাকারীরাও পালিয়ে যায়’-হামলার বর্ণনা দিয়ে বলেন এই পুলিশ কর্মকর্তা।
সকালে মতিঝিলে পল্টন থানার ওসি আবু বক্কর সিদ্দিকে মারধর করে ছাত্র ও যুব অধিকার পরিষদের কর্মীরা। ছবি: সাইফুল ইসলাম
হামলাকারীরা অন্তত ২০ জন ছিলেন বলে নিশ্চিত করেছেন রায়হান কবির।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রতিবাদে সকালে শাপলা চত্বর এলাকায় বিক্ষোভ করে নুরের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র ও যুব অধিকার পরিষদ। এ সময় সংগঠনের নেতাকর্মীরা মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও তার সঙ্গীদের ওপর হামলা করে।
পুলিশ সদস্যদেরকে সামনে রেখে সিদ্দিকুর এগিয়ে গেলে একা পেয়ে তাকে বাঁশ, লাঠি দিয়ে পেটানোর পাশাপাশি ডাব ছুড়ে মারে।
এক পর্যায়ে ওসি অচেতন হয়ে পড়েন। আর স্থানীয় একজন এমন অবস্থা দেখে তার ওপর শুয়ে পড়ে রক্ষা করেন।
পরে ঘটনাস্থল থেকে সাত থেকে আট জনকে ধরে নিয়ে যায় পুলিশ।