১০ বছর আগে ঢাকার ধামরাইয়ে পরকীয়া নিয়ে বিবাদের জেরে সোহেল নামের একজনকে হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
ঢাকার দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক ইসমত জাহান হত্যার মূল পরিকল্পনাকারী প্রেমিকা শিল্পী আক্তারসহ তিন আসামির উপস্থিতিতে বুধবার এ রায় দিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- ঈসমাইল, আব্দুল মজিদ, নুর আলম ও সুমন। নুর আলম ও সুমন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন বিচারক। তিন আসামিকে পাঠান কারাগারে।
সংশ্লিষ্ট আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর শাকিলা জিয়াছমিন (মিতু) নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন ।
মামলায় বলা হয়, শিল্পীর স্বামী সৌদি আরবে থাকতেন। সে সুযোগে শিল্পীর সঙ্গে পরকীয়ায় জড়ান সোহেল। অন্যরাও শিল্পীকে পছন্দ করতেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল।
২০১১ সালের ১৮ সেপ্টেম্বর সোহেলকে বাড়িতে ডেকে আনেন শিল্পী। এরপর তারা সবাই মিলে সোহেলকে খুন করেন।
এ ঘটনায় তার ভাই রকিবুল ইসলাম বাদী হয়ে ধামরাই থানায় মামলা করেন।
মামলা তদন্ত করে পুলিশ অভিযোগপত্র দিলে আদালত অভিযোগ গঠন করে আসামিদের বিচার শুরু করে।
অভিযোগপত্রে থাকা ১৭ সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য নেয় আদালত।
সরকারি আইনজীবী মিতু বলেন, ‘আমরা এ রায়ে সন্তুষ্ট, ন্যায়বিচার পেয়েছে হত্যাকাণ্ডের শিকার সোহেলের পরিবার।’