বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কারণে সপ্তাহখানেক পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে দায়িত্ব গ্রহণ করবেন চক্ষু বিজ্ঞান বিভাগ ও কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
বুধবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ নিজেই এ তথ্য নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমি এখনও দায়িত্ব গ্রহণ করিনি। যেহেতু জাতির পিতার জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তীর রাষ্ট্রীয় অনুষ্ঠান চলমান রয়েছে তাই সপ্তাহখানেকের মধ্যে হচ্ছে না। এখনও নির্দেশ হাতে পাইনি। হয়তো সপ্তাহখানেক পরে আদেশ পাওয়ার পর দায়িত্ব গ্রহণ করব।’
এদিকে মঙ্গলবার দশম উপাচার্য হিসেবে অবসরে গেছেন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। শেষ কর্মদিবসে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বেশ ব্যস্ত সময় পার করেন তিনি। সদ্য অবসরে যাওয়া ভিসি ২০১৮ সালের ২৪ মার্চ রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদের আদেশপ্রাপ্ত হয়ে তিন বছরের জন্য দায়িত্বভার গ্রহণ করেন।
নতুন উপাচার্য দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত আজ থেকে উপাচার্যের দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠতম প্রো- ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম। মঙ্গলবার দুপুর দুইটার দিকে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া তাঁর কাছে উপাচার্যের দায়িত্বভার অর্পণ করেন।
শারফুদ্দিন আহমেদ বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাধারণ সম্পাদক হিসেবে ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৩ সালে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।