দেশে নতুন করে করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ করার আহ্বান জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস।
রাজধানীর গোপীবাগ এলাকায় বুধবার দুপুরে বাংলাদেশ বয়েজ ক্লাব মাঠ পরিদর্শন শেষে এ আহ্বান জানান তিনি।
কয়েক দিন ধরে টানা বাড়ছে করোনা সংক্রমণ। মঙ্গলবার দেশে নতুন করে ৩ হাজার ৫৫৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এই সময়ে আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ১৮ জনের।
এ নিয়ে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৭৭ হাজার ২৪১ জনের শরীরে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮ হাজার ৭৩৮ জনের। এমন অবস্থায় করোনা সংক্রমণ মোকাবিলায় সরকার আবারও বেশকিছু বিষয়ে কড়াকড়ি করার কথা জানিয়েছে।
মাঠ পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণের মেয়র সাংবাদিকদের বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে ঢাকাবাসীকে দুটি নিবেদন করব। যেহেতু করোনা ভাইরাসের সংক্রমণ আবার বৃদ্ধি পাচ্ছে, তাই রাত ৮টার মধ্যে অবশ্যই সব দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দেবেন।’
মেয়র আরও বলেন, ‘আমরা গণবিজ্ঞপ্তি দিয়েছি। আমরা মনে করি, ৮টার মধ্যে সব বন্ধ হলে সংক্রমণও কমে আসবে।’
ঢাকায় মশার উপদ্রব বেড়েছে। মশা নিয়ন্ত্রণে নানা ধরনের পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। বলেন, ‘যেসব খাল ও জলাশয় আমরা পরিষ্কার করেছি, দয়া করে সেগুলোতে আপনারা ময়লা ফেলবেন না। খালগুলো বন্ধ করে দেবেন না। আমরা জলাবদ্ধতামুক্ত ঢাকা গড়তে চাই।’
এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, প্রধান প্রকৌশলী রেজাউর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।