বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মৃদু তাপপ্রবাহ আরও ৩ দিন

  •    
  • ২৪ মার্চ, ২০২১ ১৪:১৪

মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহটা চলছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগ ও পাবনা অঞ্চলের ওপর দিয়ে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দিন আহমেদ বলেন, ‘দেশজুড়ে দিন ও রাতের তামমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে আগামী তিন দিন পর তাপমাত্রা কিছুটা কমতে পারে।’

কয়েক দিন ধরে দেশের অধিকাংশ এলাকাজুড়ে যে মৃদু তাপপ্রবাহ চলছে, তা আরও তিন দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শীতাকুণ্ডে ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, ঢাকার তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া বুধবার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে।

নির্দিষ্ট অঞ্চলে টানা দুই দিন ন্যূনতম ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অব্যাহত থাকলে তখনই তাকে তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়। এর ওপরে গেলে উচ্চ তাপপ্রবাহ ও নিচে গেলে মৃদু বা মাঝারি তাপপ্রবাহ ধরা হয়।

সে হিসেবে দেশে এখন মৃদু তাপপ্রবাহ চলছে। এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দিন আহমেদ নিউজবাংলাকে বলেন, ‘মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকবে অন্তত তিন দিন।’

তিনি জানান, মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহটা চলছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগ ও পাবনা অঞ্চলের ওপর দিয়ে।

শামছুদ্দিন আহমেদ বলেন, ‘দেশজুড়ে দিন ও রাতের তামমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে আগামী তিন দিন পর তাপমাত্রা কিছুটা কমতে পারে।’

এ বিভাগের আরো খবর