বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এবারের ঢাকা সফর গৌরবের: লোটে শেরিং

  •    
  • ২৩ মার্চ, ২০২১ ২২:৪০

মঙ্গলবার সন্ধ্যায় ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের কাছে তার এ অনুভূতির কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি উপেক্ষা করে তারা যে ঢাকা এসেছেন এটা আমাদের জন্য গৌরবের। ঢাকা সফর শেষে দেশে ফিরে ভুটানের প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের ২১ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।’

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং মনে করেন, এবারের ঢাকা সফর তার জন্য গৌরবের।

মঙ্গলবার সন্ধ্যায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের কাছে তার এ অনুভূতির কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি উপেক্ষা করে তারা যে ঢাকা এসেছেন এটা আমাদের জন্য গৌরবের। ঢাকা সফর শেষে দেশে ফিরে ভুটানের প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের ২১ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।’

মোমেন বলেন, ‘ভুটানের সঙ্গে আমরা কানেক্টিভিটি বাড়াতে চাই। এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ভুটানের প্রধানমন্ত্রী তো আমাদেরই ছেলে। তিনি এখান থেকেই মেডিক্যালে পড়েছেন। তিনি তার শিক্ষা জীবনের ১৩ বছর ময়মনসিংহ ও ঢাকায় কাটিয়েছেন। দারুণ বাংলাও বলতে পারেন।’

লোটে শেরিং ময়মনসিংহ মেডিক্যাল কলেজে এমবিবিএস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে এসএস করেন। এর আগে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফরে এসে শিক্ষা জীবনে ময়মনসিংহের যেখানে যেখানে ছিলেন সেসব জায়গা ঘুরে দেখেন তিনি। ময়মনসিংহ মেডিক্যাল কলেজে বক্তব্যও রাখেন লোটে শেরিং।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ঢাকা পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

বিমান থেকে নামলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে গার্ড অফ অনার দেয়া হয়; বাজানো হয় দুই দেশের জাতীয় সংগীত। এ সময় পররাষ্ট্রমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছিলেন তিন বাহিনীর প্রধানরাও।

তিন দিনের রাষ্ট্রীয় সফরে লোটে শেরিং বাংলাদেশে আসার আগেই দেশটির রয়্যাল একাডেমি অফ পারফর্মিং আটর্সের (রাপা) ২২ শিল্পী ও চারজন সাংবাদিক ১৯ মার্চ ঢাকা আসেন।

১৯৭১ সালের ৬ ডিসেম্বর বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে ভুটান বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এর মাধ্যমে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের সূচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অফ প্রটোকল আমানুর রহমান জানান, ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং ২৫ মার্চ পর্যন্ত ঢাকায় থাকবেন। তার এ সফরে দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে আলোচনা হবে।

তিনি বলেন, দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক ছাড়াও প্রতিনিধি পর্যায়ে সংলাপ হবে। সার্বিক বিবেচনায় ভুটানের প্রধানমন্ত্রীর এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অধ্যায় বলে বিবেচিত হবে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গত ১৭ জাতীয় প্যারেড গ্রাউন্ডে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান; চলবে ২৬ মার্চ পর্যন্ত।

১০ দিনের এই বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে এরই মধ্যে মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মেদ সোলিহ, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবি ভাণ্ডারি বাংলাদেশ সফর শেষে দেশে ফিরে গেছেছেন। ২৬ মার্চ সকালে আসার কথা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

ভুটানের প্রধানমন্ত্রী বুধবার জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে তিনি সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। পরে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন।

এ বিভাগের আরো খবর