বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিমানের ফ্লাইট বৃদ্ধি ও নৌ যোগাযোগ চায় নেপাল : পররাষ্ট্রমন্ত্রী

  •    
  • ২৩ মার্চ, ২০২১ ১৯:২৭

মন্ত্রী বলেন, ‘নেপালের প্রেসিডেন্ট নতুন করে নৌ যোগাযোগের কথা বলেছেন। তারা আমাদের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট বাড়াতে চায়। তারা সৈয়দপুর-কাঠমান্ডু ফ্লাইট শুরু করার কথাও বলেছে। চট্টগ্রাম, সিলেট থেকেও ফ্লাইটের কথা বলেছে। আমরা ফ্লাইট দেব। আমাদের ফ্লাইট আছে।’

বাংলাদেশের সঙ্গে নৌ যোগাযোগ স্থাপন করতে চায় স্থলবেষ্টিত দেশ নেপাল। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে মাল্টিপল বিমান ফ্রিকোয়েন্সি চায় দেশটি।

ফরেন সার্ভিস একাডেমিতে মঙ্গলবার দুপুরে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মন্ত্রী বলেন, ‘নেপালের প্রেসিডেন্ট নতুন করে নৌ যোগাযোগের কথা বলেছেন। তারা আমাদের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট বাড়াতে চান। তারা সৈয়দপুর-কাঠমান্ডু ফ্লাইট শুরু করার কথাও বলেছেন। চট্টগ্রাম, সিলেট থেকেও ফ্লাইটের কথা বলেছেন। আমরা ফ্লাইট দেব। আমাদের ফ্লাইট আছে।’

তিনি জানান, নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারির সফরে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ২০২২-২৫ সাল পর্যন্ত সাংস্কৃতিক বিনিময়, পর্যটন সেক্টরের উন্নয়ন ও বিকাশ, কৃষিজ পণ্য বিনিময়, সেনেটারি অ্যান্ড সাইটো সেনেটোরিয়াম, রুহানপুর-সিঙ্গাবাদ রেলওয়ে রুট চূড়ান্ত করার সমঝোতা স্মারক সই হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে নেপালের সহযোগিতা ও সমর্থন কামনা করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে জলবিদ্যুৎ আমদানির আহ্বান জানিয়েছে নেপাল। ভবিষ্যতে জলবিদ্যুৎ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে দুই দেশ। এতে সম্পৃক্ত থাকবে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান। আমাদের প্রয়োজনে আমরা বিদ্যুৎ আনব। তাদের প্রয়োজনে তারা নেবে। বিশেষ করে শীতে তাদের বিদ্যুতের প্রয়োজন।’

মন্ত্রী জানান, সংকটে সার সরবরাহ করে সহযোগিতা করে বাংলাদেশ বন্ধুত্বের দৃষ্টান্ত স্থাপন করায় প্রশংসা করেছেন বিদ্যা দেবী ভান্ডারি।

ড. মোমেন বলেন, ট্রানজিট সুবিধা আরও শক্তিশালী করতে চায় নেপাল। বন্দর সুবিধা বিশেষ করে চট্টগ্রাম, মোংলা বন্দর ব্যবহার এবং সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে চায় কাঠমান্ডু।

মোমেন বলেন, নেপালকে শিক্ষা, সংস্কৃতি, তথ্যপ্রযুক্তিতে সহায়তা দেবে বাংলাদেশ।

এ বিভাগের আরো খবর