বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কাদের মির্জার ৭২ সমর্থকের হাইকোর্টে জামিন

  •    
  • ২২ মার্চ, ২০২১ ২১:৩৮

এ নিয়ে দুই পক্ষের ১৭৯ জন জামিন পেলেন। এর আগে গত ১৮ মার্চ ১০৭ জনকে জামিন দিয়েছিল হাইকোর্ট।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে সংঘর্ষের ঘটনায় দুই মামলায় কাদের মির্জার ৭২ সমর্থককে জামিন দিয়েছে হাইকোর্ট।

এ নিয়ে দুই পক্ষের ১৭৯ জন জামিন পেলেন। এর আগে গত ১৮ মার্চ ১০৭ জনকে জামিন দিয়েছিল হাইকোর্ট।

বসুরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের, চরপার্বতী ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক কামরুল ও চরফকিরা ইউনিয়নের চেয়ারম্যান জামাল উদ্দিনসহ জামিনপ্রাপ্ত ৭২ জন বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী হিসেবে পরিচিত।

সোমবার এ সংক্রান্ত ৮টি আবেদনের শুনানি করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন দেয়।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ফরহাদ আহমেদ ও ব্যারিস্টার এস এস আরেফিন জুন্নুন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান।

আইনজীবী ফরহাদ আহমেদ নিউজবাংলাকে বলেন, জামিন আবেদনের শুনানি করে ৭২ জনকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন আদালত। এরা সবাই কাদের মির্জার অনুসারী।

গত ১৯ ফেব্রুয়ারি উপজেলার চাপরাশিরহাট বাজারে মিজানুর রহমান বাদল ও কাদের মির্জার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ৯ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়। গুলিবিদ্ধ সাংবাদিক বার্তা বাজারের প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল এবং এস আই মাহফুজুর রহমান গত ২২ ফেব্রুয়ারি দুটি মামলা করেন।

এ মামলায় জামিন আবেদন করলে গত ১৮ মার্চ ১০৭ জনকে জামিন দেয় হাইকোর্ট। তার মধ্যে বর্তমান মেয়র আবদুল কাদের মির্জার ৯জন সমর্থক ছিলেন। অপরপক্ষে ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানসহ ৯৮ জন।

এ বিভাগের আরো খবর