নারী পুলিশ কর্মকর্তারা যেন নিজেদের নারী নয়, কর্মকর্তা হিসেবে দাবি করেন, সেই আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
নারী পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেছেন, ‘নিজেদের নারী বলে মনে করবেন না। কর্মকর্তা হিসেবে দাবি করবেন।’
সোমবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে জেন্ডার রেসপনসিভ পুলিশিং: অ্যান অ্যাপ্রোচ অফ বাংলাদেশ পুলিশ অ্যান্ড বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, ‘একসময় দারিদ্র্য, অসুখ, নারী অশিক্ষা ছিল আমাদের নিত্যসঙ্গী। আজ দেশ কোথায় এসেছে? এ যাত্রা সহজ ছিল না। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে এ উন্নয়নের পেছনে আমাদের শ্রম, ঘাম রয়েছে, প্রতিজ্ঞা ও প্রত্যয় রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আজ পুলিশে অসংখ্য নারী কাজ করছেন। যার জন্য বাংলাদেশ পুলিশ গর্বিত। বাংলাদেশে নারী পুলিশের সংখ্যা ৭ শতাংশ। জাপানেও ৭ শতাংশ। সুইডেনে ৯ শতাংশ।
বেনজীর আহমেদ বলেন, ‘বাংলাদেশে নারী পুলিশের সংখ্যা বৃদ্ধিতে পুলিশ উইমেন নেটওয়ার্ককে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গিয়ে ডকুমেন্টারি দেখাতে হবে। এতে করে শিক্ষার্থীরা পুলিশ পেশার প্রতি আরও বেশি আগ্রহী হবে।’