বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

২৬ মার্চ থেকে ১০ দিন ছুটি হতে পারে

  •    
  • ২১ মার্চ, ২০২১ ১৪:০৮

স্বাস্থ্যসচিব বলেন, ‘করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন মহলে আলোচনা হয়েছে। আলোচনায় সাধারণ ছুটির বিষয়ে কথা হয়েছে। সেই অনুযায়ী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা হতে পারে।’

করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব আবদুল মান্নান।

রাজধানীর তেজগাঁওয়ে রোববার কেন্দ্রীয় ঔষধাগারের নবনির্মিত ভবন উদ্বোধনের সময় তিনি এ কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন মহলে আলোচনা হয়েছে। আলোচনায় সাধারণ ছুটির বিষয়ে কথা হয়েছে। সেই অনুযায়ী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা হতে পারে।’

ভবন উদ্বোধনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আট একর জমির ওপর তৈরি করা হয়েছে নতুন পাঁচতলা ভবনটি। ভবনের এক থেকে তিন তলা পর্যন্ত ওয়্যারহাউস করা হবে। বাকি দুই তলা অফিসের কাজে ব্যবহার করা হবে।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব কর্নার উদ্বোধন করেন স্বাস্থ্যসচিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক ও অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা জামান।

দেশে করোনাভাইরাসের টিকা উৎপাদনের সক্ষমতা আছে জানিয়ে অনুষ্ঠানে স্বাস্থ্যসচিব বলেন, ‘দেশে টিকা উৎপাদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা রয়েছে। টিকা নিজ দেশে উৎপাদনে আমরা কাজ শুরু করেছি। আমাদের সক্ষমতা রয়েছে, শুধু অনুমোদন নেই। অনুমোদন নেয়ার জন্য চেষ্টা চলছে।’

কেন্দ্রীয় ঔষধাগারের জায়গায় এখনও অনেক জিনিসপত্র আছে জানিয়ে স্বাস্থ্যসচিব বলেন, ‘এখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস রয়ে গেছে, যা অনেক পুরোনো। এই মালামালগুলো দ্রুত কীভাবে সরানো যায় এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

যা বলছে স্বাস্থ্য মন্ত্রণালয়

স্বাস্থ্যসচিব ছুটি ‘ঘোষণা করা হতে পারে’ বলে যে বক্তব্য দিয়েছেন, তাকে কিছু টেলিভিশন চ্যানেল ‘ছুটি ঘোষণা’ হিসেবে উল্লেখ করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা এম আই প্রধান।

এক জরুরি বার্তায় তিনি বলেন, ‘লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু কিছু টেলিভিশন চ্যানেলের আজকের স্ক্রলে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের ৭ দিন ছুটি সংক্রান্ত একটি ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে। বক্তব্যটি সর্বাংশে মিথ্যা ও দুঃখজনক বলে সচিব মহোদয় জানিয়েছেন। নিউজ স্ক্রলটি অনতিবিলম্বে সরিয়ে নেয়ার অনুরোধ জানানো যাচ্ছে।’

এ বিভাগের আরো খবর