চট্টগ্রাম ও মালদ্বীপের রাজধানী মালের মধ্যে সরাসরি বাণিজ্যিক ও পর্যটন জাহাজ চলাচলে বাংলাদেশ আগ্রহী বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদিন দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মেদ সলিহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় দুই দেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি। বাংলাদেশ ও মালদ্বীপের নাগরিকদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও পর্যটন শিল্পের বিকাশে উপকূলীয় নৌপথ চালুতে দেশটির সহযোগিতাও চান পররাষ্ট্রমন্ত্রী।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের আরও শিক্ষার্থীকে বাংলাদেশে পড়তে আসার আহবান জানান। বাংলাদেশ মালদ্বীপের নাগরিকদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দিতে আগ্রহী বলেও দেশটির প্রেসিডেন্টকে জানান তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, কৃষি পণ্য, হালাল খাদ্য, পাটজাত পণ্য, ওষুধ, গৃহস্থালি সামগ্রী, বাংলাদেশের তৈরি জাহাজসহ বিভিন্ন পণ্য আমদানির জন্য মালদ্বীপকে আহ্বান জানান ড. মোমেন। এ সময় তিনি মালদ্বীপকে বাংলাদেশের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এবং দ্বিপাক্ষিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা চুক্তি স্বাক্ষরেরও অনুরোধ জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লা শহিদ, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।