হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বুধবার মুজিব কর্নারের উদ্বোধন করেছেন পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
এ সময় শিশুদের রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং এতিম ও দুস্থ শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ আমাদের পথ চলার আলোকবর্তিকা। তার আদর্শকে জেনে নিজের মধ্যে ধারণ করতে হবে। সেই অনুযায়ী আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে হবে।
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার আদর্শকে সমুন্নত রেখে তার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য কাজ করছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সফল বাস্তবায়ন হচ্ছে আজ বঙ্গবন্ধু কন্যার হাত ধরে। তার দূরদর্শী ও বহুমাত্রিক নেতৃত্বের কারণেই আজ আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি।’
অনুষ্ঠানে পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের দিয়েছেন দেশ ও পতাকা। জাতির পিতার আদর্শের আলোকে আমাদের শিশুদের গড়ে তুলতে হবে, যাতে তারা এ দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।’
পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সোনারগাঁও হোটেল ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের আয়োজনে কেক কাটেন প্রতিমন্ত্রী।