জাতির পিতার জন্মদিন পালন করেছেন বটে, তবে উদযাপনের নামে যা করা হয়েছে, তা নিয়ে উঠেছে বিতর্ক। বনরুটি কেটে ফেসবুকে লাইভ করার পেছনে ধারণা করা হচ্ছে, বঙ্গবন্ধুর জন্মদিনকে ব্যঙ্গ করাই ছিল আয়োজনের উদ্দেশ্য।
এ নিয়ে কথা ওঠার পর দুই মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জে। জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বৈরতলা দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ এই কাজ করেছে।
সেই আয়োজন মাদ্রাসার এক শিক্ষকের আইডি থেকে ফেসবুকে লাইভ করা হয়। আর দৃশ্য দেখে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতারা প্রতিবাদ জানান।
পরে গোমস্তাপুর থানা পুলিশ মাদ্রাসা সুপার আব্দুস সালাম ও সহকারী শিক্ষক গোলাম কবিরকে আটক করে থানায় নিয়ে আসে।
২০২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন শেখ মুজিবুর রহমান, যাকে খোকা নামে ডাকা হতো। এই খোকার নেতৃত্বেই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলাদেশ।
জাতির পিতার জন্মের ১০০ বছর পূর্তি উদযাপনে ২০২০ সালের ১৭ মার্চ থেকে শুরু হয় মুজিব শতবর্ষের আয়োজন। এবারের জন্মদিনটি আরও আনন্দময় হয়ে উঠেছে এ কারণে যে, আর ৯ দিন পর পালিত হবে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি। দুটি আয়োজন একসঙ্গেই উদযাপন করছে দেশ।
এই পরিস্থিতিতে মাদ্রাসাশিক্ষকদের ওই কাণ্ড ক্ষুব্ধ করেছে আওয়ামী লীগকে।
চাঁপাইনবাবগঞ্জ আওয়ামী লীগের সহসভাপতি গোলাম রাব্বানী নিউজবাংলাকে বলেন, ‘এই কাজটি ন্যক্কারজনক হয়েছে। দেশপ্রেম ইমানের অংশ, তাদের মধ্যে দেশপ্রেমও নেই। যদি থাকত তবে জাতির পিতার জন্মদিন পালনে এমন ব্যঙ্গাত্মক কাজ করতে পারত না। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, ‘বঙ্গবন্ধুর জন্মদিন পালনে ছোট বনরুটি কিনে তা কাটা হয়েছে। সেই দৃশ্য ফেসবুকেও লাইভ করেছেন মাদ্রাসার শিক্ষক গোলাম কবির। তাচ্ছিল্যের সঙ্গে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেছে ওই মাদ্রাসা কর্তৃপক্ষ। বিষয়টি ক্ষোভের সৃষ্টি করেছে স্থানীয় লোকজনের মধ্যে।
‘এ ঘটনায় মাদ্রাসা সুপার আব্দুস সালাম ও সহকারী শিক্ষক গোলাম কবিরকে আটক করা হয়েছে। এ নিয়ে মামলা হবে। সেই সঙ্গে ভিডিও দেখে অন্য যারা ছিল তাদেরও আটকে পুলিশ তৎপরতা শুরু করেছে।’