বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বঙ্গবন্ধু ভারতবাসীরও নায়ক: মোদি

  •    
  • ১৭ মার্চ, ২০২১ ১৩:৫১

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে যোগ দিতে ২৬ মার্চ দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন মোদি। ওই দিন রাজধানী ঢাকায় অবস্থান করে পরের দিন ২৭ মার্চ সাতক্ষীরা ও গোপালগঞ্জ যাবেন তিনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

স্থানীয় সময় বুধবার সকাল ১০টার দিকে টুইটবার্তায় তিনি এ শ্রদ্ধা জানান।

টুইটে মোদি বলেন, ‘জন্মবার্ষিকীতে মানবাধিকার ও স্বাধীনতার বীরযোদ্ধা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমার অন্তরের অন্তস্তল থেকে শ্রদ্ধা জানাচ্ছি। ভারতের সব জনগণের কাছেও নায়ক তিনি। ঐতিহাসিক মুজিববর্ষ উদযাপন উপলক্ষে এ মাসের শেষের দিকে বাংলাদেশ সফরে যেতে পারাটা আমার জন্য সম্মানজনক বিষয় হবে।’

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে যোগ দিতে ২৬ মার্চ দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন মোদি। ওই দিন রাজধানী ঢাকায় অবস্থান করে পরের দিন ২৭ মার্চ সাতক্ষীরা ও গোপালগঞ্জ যাবেন তিনি।

এর আগে মোদির সফরের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছিলেন, সফরের প্রথম দিন ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধ, ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু কমপ্লেক্স, জাতীয় প্যারেড গ্রাউন্ডের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন মোদি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ২৭ মার্চ সকালে প্রথমে সাতক্ষীরা যাওয়ার কথা রয়েছে মোদির। সেখানে তিনি সেন বংশের শেষ রাজা লক্ষ্মণ সেনের সময়কার শ্যামনগরের যশেশ্বর মন্দির দেখতে যাবেন। সাতক্ষীরা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধে শ্রদ্ধা জানাবেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাধিসৌধে মোদিকে স্বাগত জানাবেন। সমাধিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারাও রোপণ করবেন মোদি। পরে তিনি কাশিয়ানীর ওড়াকান্দি গ্রামে মতুয়াদের তীর্থস্থানে যাবেন।

আব্দুল মোমেন বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী ওই সব এলাকায় যাবেন। কারণ, ওখানকার অনেক লোক পশ্চিমবঙ্গে আছেন।’

২৭ মার্চ বিকেলে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠক করবেন মোদি। সেখানে কয়েকটি কর্মসূচির ভার্চুয়াল উদ্বোধন হবে এবং কিছু চুক্তি হবে। এরপর তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সন্ধ্যায় ভারতের উদ্দেশে রওনা দেবেন মোদি।

বুধবার ভোরে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাদের শ্রদ্ধা নিবেদন করেন।

জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ‍উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে বুধবার সকালে ঢাকায় এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মেদ সোলিহ। ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১০ দিনের অনুষ্ঠানে আরও কয়েকজন রাষ্ট্র ও সরকারপ্রধানের আসার কথা রয়েছে বাংলাদেশে।

এ বিভাগের আরো খবর