করোনা সংক্রমণের মধ্যে মাস্ক না পরার অপরাধে ঢাকার বিভিন্ন স্থানে দেড় শতাধিক ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যামাণ আদালত।
মঙ্গলবার রাজধানীর শান্তিনগর, কমলাপুর রেলস্টেশন, সদরঘাট, সচিবালয়সহ ১৫টি গুরুত্বপূর্ণ স্পটের পাশাপাশি জেলার পাঁচ উপজেলায় এই অভিযান চালানো হয়।
এ সময় জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার ও সংক্রমণ ঠেকাতে বিনামূল্যে মাস্ক বিতরণ করে প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মঙ্গলবার মাঠে ছিলেন। তারা করোনা সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সাবান দিয়ে হাত পরিষ্কার করতে প্রচার চালান। পরামর্শ দেন মাস্ক ব্যবহারের।
অর্থ কষ্টে যারা মাস্ক কিনতে পারছেন না এমন ১২শ’ ব্যক্তিকে বিনামূল্যে মাস্ক দেন। এ ছাড়া মাস্ক না পরার অপরাধে ১৬৬ জনকে দেন ২৬ হাজার ১০০ টাকা অর্থদণ্ড।