বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জনকণ্ঠে গণছাঁটাই: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

  •    
  • ১৬ মার্চ, ২০২১ ২০:৫১

অন্যায়ভাবে চাকরিচ্যুত সাংবাদিকদের চাকরি ফিরিয়ে না দিলে জনকণ্ঠে আর কখনও কলাম লিখবেন না বলে ঘোষণা দিয়েছেন বিশিষ্ট কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছেন দৈনিক জনকণ্ঠ থেকে চাকরিচ্যুত সাংবাদকর্মীরা। জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের অফিসে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তারা চাকরি ফিরে পেতে প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অন্যায়ভাবে চাকরিচ্যুত সাংবাদিকদের চাকরি ফিরিয়ে না দিলে জনকণ্ঠে আর কখনও কলাম লিখবেন না বলে ঘোষণা দিয়েছেন বিশিষ্ট কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দৈনিক জনকণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক রাজন ভট্টাচার্য বলেন, ‘করোনা মহামারির মধ্যে একসঙ্গে এত মানুষের কর্মসংস্থান সম্ভব নয়। এই পরিপ্রেক্ষিতে আমরা আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা আশা করছি তিনি আমাদের বিষয়টি অনুধাবন করে ব্যবস্থা নেবেন।'

তিনি বলেন, 'সোমবার ৬০ জনকে ছাঁটাইয়ের প্রস্তুতি ছিল। সকালে এর মধ্যে ২৬ জনকে টার্মিনেশন লেটার ইমেইল করা হয়। বিকেলে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে দৈনিক জনকণ্ঠের সামনে সমাবেশ করে এই ঘটনার প্রতিবাদ করলে কর্তৃপক্ষ বাকিদের আর টার্মিনেশন লেটার দিতে সাহস করেনি।‘

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‌‘গত আট বছর দৈনিক জনকণ্ঠে কোনো পদোন্নতি, ইনক্রিমেন্ট হয় না। এখানে অধিকাংশ সাংবাদিক-কর্মচারী ওয়েজবোর্ড পান না। আমরা এই দাবিগুলোই জানিয়েছিলাম। পরিতাপের বিষয় হচ্ছে, দাবি মানা তো দূরের কথা উল্টো আমাদের ছাঁটাই করে দেয়া হলো।'

তিনি বলেন, ‘আমরা সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। তিনি তথ্যমন্ত্রীর সঙ্গেও একাধিকবার টেলিফোনে কথা বলেছেন। আগামী ২০ তারিখে সরকার, মালিকপক্ষ এবং সাংবাদিক ইউনিয়ন ত্রিপক্ষীয় বৈঠক করে এ বিষয়ে একটি সমাধানে পৌঁছানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী এবং তথ্যমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে ২০ তারিখ পর্যন্ত আন্দোলন স্থগিত করেছি।'

সংবাদ সম্মেলনে জানানো হয়, জনকণ্ঠের চাকরিচ্যুত সাংবাদিকদের সঙ্গে সংহতি প্রকাশ করে লন্ডন থেকে পাঠানো এক চিঠিতে বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী লিখেছেন, ‘পত্রিকা কর্তৃপক্ষের এই অন্যায়ের প্রতিবাদ না জানিয়ে পারছি না। তাদের (চাকরিচ্যুত সংবাদকর্মী) প্রতি আচরিত দারুণ অন্যায়ের প্রতিকার অবিলম্বে করা না হলে জনকণ্ঠে আমি আর ভবিষ্যতে কলাম লিখব না।’

এ বিভাগের আরো খবর