বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি পিতলের ভাস্কর্য উপহার পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
সোমবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তার কাছে চীনা প্রেসিডেন্টের এ উপহার পৌঁছে দেন দেশটির রাষ্ট্রদূত লি জিমিং।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। জানান, এ সাক্ষাতে চীনা রাষ্ট্রদূত বাংলাদেশকে তাৎক্ষণিক ব্যবহারের জন্য ১ লাখ ডোজ করোনার টিকা দেয়ার প্রস্তাব দেন।
এ সময় রাষ্ট্রদূত জিমিং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীকে পৌঁছে দেন।
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যের প্রশংসা করেন এবং চীনা প্রেসিডেন্টকে ধন্যবাদও জানান।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে চীনা প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছিল ঢাকা। তবে করোনা পরিস্থিতির কারণে আসতে পারছেন না তিনি। না আসলেও সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভিডিওবার্তা পাঠানোর কথা রয়েছে তার।
চীনা প্রেসিডেন্ট আসতে না পারলেও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন প্রতিবেশী পাঁচ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। এর মধ্যে ১৭ মার্চ তিন দিনের রাষ্ট্রীয় সফরে আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহীম মোহম্মদ সোলিহ।
১৯ মার্চ দুদিনের সফরে আসবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ্র রাজাপাকসে। এরপর ২২ মার্চ দুদিনের সফরে আসছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী। ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ঢাকা সফর করবেন ২৪ ও ২৫ মার্চ। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসছেন ২৬ মার্চ।