চক্ষু বিজ্ঞান বিভাগ ও কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরবর্তী উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে।
আগামী দুই-একদিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে শারফুদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘আপনাদের মতো আমিও এমন খবর পেয়েছি। তবে হাসপাতালের দপ্তর থেকে আমার কাছে কোনো নির্দেশনা আসেনি। আগামী ২৩ তারিখে বর্তমান ভিসির মেয়াদ শেষ হবে। হয়তো এর আগেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’
শারফুদ্দিন আহমেদ বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাধারণ সম্পাদক হিসেবে ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৩ সালে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
শারফুদ্দিন বিএসএমএমইউর বিদায়ী উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়ার স্থলাভিষিক্ত হবেন।